More
    Homeজাতীয়কপ্টার দুর্ঘটনায় নিহত জওয়ান সতপাল রইয়ের মৃতদেহ আনা হল বাড়িতে

    কপ্টার দুর্ঘটনায় নিহত জওয়ান সতপাল রইয়ের মৃতদেহ আনা হল বাড়িতে

    তামিলনাড়ুতে কপ্টার দুর্ঘটনায় নিহত জওয়ান সতপাল রইয়ের মৃতদেহ আনা হল এরাজ্যে। আজ সেনাবাহিনীর হাবিলদার সতপাল রাইয়ের কফিনবন্দি দেহ তাঁর দার্জিলিঙের তাগদার বাড়িতে আনা হয়। আগামিকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর ওই জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হবে।গত বুধবার তামিলনাড়ুর কুন্নুর জেলায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার চপার।

    কপ্টার দুর্ঘটনায় নিহত জওয়ান সতপাল রইয়ের মৃতদেহ আনা হল বাড়িতে

    Read More-রজনীকান্তের অন্ধ ভক্ত, প্রিয় অভিনেতার জন্মদিনে দুরন্ত শতরান করে তাঁর ঢংয়েই সেলিব্রেশন বেঙ্কটেশের

    মর্মান্তিক সেই দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার-সহ বেশ কয়েকজন সেনাকর্তা ও জওয়ান নিহত হন।

    প্রথমে সস্ত্রীক জেনারেল রাওয়াত ও ব্রিগেডিয়ার লিড্ডারের দেহ শনাক্ত করে সেনাবাহিনী। পরে আরও বেশ কয়েকজন নিহতের দেহ শনাক্ত করা হয়। তাঁদেরই একজন দার্জিলিঙের বাসিন্দা সতপাল রাই।

    রবিবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছয় সতপাল রাইয়ের মরদেহ। বিমানবন্দরে সতপালের দেহ এসে পৌঁছতেই সেখানে উপস্থিত হন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। পরে ব্যাঙডুবি বিমানঘাঁটিতে শেষ শ্রদ্ধা জানানো হয় কপ্টার দুর্ঘটনায় নিহত জওয়ানকে।

    সেখান থেকেই তাকদায় তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয় মরদেহ।আগামিকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সতপাল রাইয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments