More
    Homeকলকাতাকলকাতা পুরভোটে ৬৬ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

    কলকাতা পুরভোটে ৬৬ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

    কলকাতা পুরভোটে ভেঙে গেল বাম – কংগ্রেস জোট। বামেদের ছেড়ে রাখা ১৭টি আসনের বাইরেও ৪৯টি আসনে প্রার্থী দিল কংগ্রেস। এদিন মোট ৬৬টি আসনে প্রার্থী দিয়েছে তারা। টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া ২ প্রাক্তন কাউন্সিলরকেও টিকিট দিয়েছে কংগ্রেস। ফলে বহু আসনেই এবার কলকাতা পুরভোটে চতুর্মুখি হতে চলেছে নির্বাচন।

    শনিবার বিকেলে কংগ্রেসের তরফে ৬৬টি ওয়ার্ডে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়। তার মধ্যে নাম রয়েছে পার্থ মিত্র ও মমতাজ বেগমের। বিদায়ী পুরবোর্ডে তৃণমূলের কাউন্সির ছিলেন না। তৃণমূল টিকিট না দেওয়ায় সম্প্রতি তাঁরা কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসের টিকিটে ৮ নম্বর ওয়ার্ড থেকে লড়বেন পার্থবাবু। ১৩৮ নম্বর ওয়ার্ড থেকে লড়বেন মমতাজ বেগম।

    এদিন প্রার্থীতালিকা প্রকাশের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বামেদের সঙ্গে আমাদের পুরভোটে কোনও আসন সমঝোতা হয়নি। তারা তাদের মতো প্রার্থীতালিকা ঘোষণা করেছে। আমাদের মনে হয়েছে আরও কিছু আসনে লড়াই করা উচিত। তারা তাদের মতো করে আসন ছেড়ে রেখেছে। আমরা আমাদের মতো করে আসন ছাড়ব।

     

    এক নজরে কংগ্রেসের প্রার্থীতালিকা

     

    ১ ফিকুল খাদিম

     

    ২ রথীন পাল

     

    ৩ সুচিত্রা বসু

     

    ৪ বীরেশ চক্রবর্তী

     

    ৫ রামকুমার ঝা

     

    ৬ প্রীতি সাউ

     

    ৭ মলয় মুখোপাধ্যায়

    ৮ পার্থ মিত্র

     

    ৯ পিঙ্কি সাউ

     

    ১০ প্রতাপ সেন

     

    ১১ সুখেন্দু ঘোষ

     

    ১২ তনিমা ঘোষ

     

    ১৩ তরুণকান্তি শীল

     

    ১৪ পলাশ সাহা

     

    ১৫ সুস্মিতা চক্রবর্তী

     

    ১৭ মৌমিতা কালি

     

    ১৮ অমৃতা দলুই

     

    ১৯ চন্দ্রশেখর রায়

     

    ২০ রাঘবেন্দ্র চতুর্বেদী

     

    ২৪ স্বপ্না গুপ্ত

     

    ২৭ তন্ময় মুখোপাধ্যায়

     

    ২৮ শাইনা জাভেদ

     

    ২৯ প্রকাশ উপাধ্যায়

     

    ৩১ ডা. চাঁদবাবু আনসারি

     

    ৩৫ ইন্দ্রনীল পালচৌধুরী

     

    ৩৬ নন্দন ঘোষ

     

    ৩৮ রঞ্জিত চৌধুরী

     

    ৪০ আশা মোহান্তি

     

    ৫৫ ডরোথি দেওয়ান

     

    ৫৮ সদানন্দ সাউ

     

    ৬০ মহঃ নাদিম

     

    ৬১ সাজিদ ইসমাইল

     

    ৬২ তারানাম জাহান

     

    ৬৩ গণপত ফ্রান্সিস

     

    ১০১ অমর ভট্টাচার্য

     

    ১০৩ দেবজ্যোতি দাস

     

    ১০৪ অভিজিৎ দাস

     

    ১০৯ ঝুলন দাস

     

    ১৩৮ মমতাজ বেগম

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments