More
    Homeখবর''কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজীর ভোকাল টনিক অনুযায়ী চলবে বঙ্গ বিজেপি'' , জানিয়েছেন...

    ”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজীর ভোকাল টনিক অনুযায়ী চলবে বঙ্গ বিজেপি” , জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

    Today Kolkata:- ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে যোগ দিতে রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নবান্নের (Nabanna) সভাঘরে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর (Chief Minister) ঘরে ১০ থেকে ১৫ মিনিট আলাদা করে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister)। যদিও বিজেপির তরফে দাবি করা হয় সেই বৈঠক একান্তই সৌজন্যমূলক।

    রাজ্য বিজেপি সদর দপ্তর মুরলিধর সেন লেনের অফিসে প্রথমবারের জন্য এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরে আলাদা করে বিজেপির (BJP) তরফে সাক্ষাতের সময় চাওয়া হলেও প্রথমে মেলেনি। তাৎপর্যপূর্ণভাবে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বঙ্গ বিজেপির সাক্ষাতের বিষয়ে ফোনের মাধ্যমে জানতে পারেন। যে বার্তা এসেছিল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দপ্তর থেকেই।

    বিজেপি সূত্রে খবর, বিমানবন্দরে নেমে সুকান্ত ও শুভেন্দুকে নিয়ে রাজ্য বিজেপি সদর দপ্তরে যান অমিত শাহ (Amit Shah)। অমিত শাহের উপস্থিতিতে শাহী বৈঠকের পর রীতিমতো উজ্জীবিত পদ্ম শিবির। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও সংগঠনের অন্যতম দুই সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chaterjee) ও অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) পাশে নিয়ে এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান , ”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির দেওয়া ভোকাল টনিক অনুসরণ করে এগোবে বঙ্গ বিজেপি”।

    ”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজীর ভোকাল টনিক অনুযায়ী চলবে বঙ্গ বিজেপি” , জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

    নির্বিঘ্নে শেষ ২০২২ টেট পরীক্ষা, শীঘ্রই ফল প্রকাশ, প্রস্তুতি শুরু পর্ষদের।

    পাশাপাশি নবান্নের (Nabanna) ১৪ তলায় মুখ্যমন্ত্রী সাথে অমিত শাহের আলাদা করে বৈঠক প্রসঙ্গে শুভেন্দুর দাবি , ”রাজ্যে বিএসএফের (BSF) নজরদারির জন্য ৭২ টা চৌকি প্রয়োজন , এর জন্য জমি দেবে রাজ্য।” কাশ্মীর (Kashmir) ইস্যু তুলে শুভেন্দু বলেন , ”দেশের সর্বত্র কাঁটাতারের বেড়া রয়েছে , কিন্তু রাজ্য সরকারের টালবাহানার কারণে কিছু ক্ষেত্রে কাজ এখনো বাকি রয়ে গেছে।” নবান্নের (Nabanna) ১৪ তলার বৈঠক প্রসঙ্গে শুভেন্দুর দাবি , এর পিছনে আলাদা কোন অর্থ খোঁজার প্রয়োজন নেই।

    বিরোধী দলনেতা আরো জানান , ”অমিত শাহের (Amit Shah) নির্দেশে পরিবার তন্ত্র সহ তোষণ বাদ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সহ বড় বড় চোর ডাকাত ধরা সহ সমস্ত কিছুই সংবিধান মেনে করবে বিজেপি”। সব মিলিয়ে রাজ্য পঞ্চায়েত ভোটের প্রাক্কালে অমিত শাহকে (Amit Shah) কাছে পেয়ে রীতিমতো চাঙ্গা রাজ্যের গেরুয়া শিবির। তবে এই ভোকাল টনিক পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) ক্ষেত্রে কতটা প্রয়োগ করতে পারবে বঙ্গ বিজেপি (BJP) ? সেটাই দেখার বিষয় , এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments