More
    Homeখবরকেশপুর থানার ১৩ নং অঞ্চলের হুরুনুরু এলাকায় একটি জঙ্গল ও মাঠের মাঝে...

    কেশপুর থানার ১৩ নং অঞ্চলের হুরুনুরু এলাকায় একটি জঙ্গল ও মাঠের মাঝে প্লাস্টিকের চারটি বালতিতে বালির মধ্যে বোমা।

    Big Breaking, কেশপুর:-  কেশপুর থানার ১৩ নং অঞ্চলের হুরুনুরু এলাকায় একটি জঙ্গল ও মাঠের মাঝে প্লাস্টিকের চারটি বালতিতে বালির মধ্যে ওই বোমা গুলি রাখা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সবগুলোই সক্রিয় বলেই দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় গত কয়েক দিন ধরে পুলিশের অভিযান চলছে বেআইনি অস্ত্র শস্ত্র ও বোমার সন্ধানে। তারপর এই শুক্রবার সকালে একটি নির্জন এলাকায় কেউ বা কারা গভীর রাতে ওই বোমা-গুলি রেখে গিয়েছে। বোমা গুলি নিষ্ক্রিয় করনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

    কেশপুর থানার ১৩ নং অঞ্চলের হুরুনুরু এলাকায় একটি জঙ্গল ও মাঠের মাঝে প্লাস্টিকের চারটি বালতিতে বালির মধ্যে বোমা।

    MORE NEWS – যুবতীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য শ্যামনগর মাতৃপল্লীতে, ধৃত প্রেমিক।

    Today Kolkata:- যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জগদ্দল থানার শ্যামনগর গুড়দহ মাতৃপল্লীতে। মৃতার নাম রিয়া মুখার্জি ( ২৬)। মঙ্গলবার রাতে নৈহাটি থানার জি আর পি শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৫ ও ২৬ নম্বর রেলগেটের মধ্য থেকে রিয়ার মৃতদেহ উদ্ধার করে। ওঁর হাতে ছিল মোবাইল ও কানে হেডফোন গোজা ছিল। অভিযোগ, মৃতার প্রেমিকই ওঁর সন্ধান দেয় বাড়ির লোককে। এতেই সন্দেহ দানা বেঁধেছে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলে মোবাইল ফোন ছিটকে অন্যত্র পড়তো। এক্ষেত্রে মোবাইল ফোন মৃতার হাতেই ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাতৃপল্লীর বাসিন্দা রিয়ার সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল গুড়দহ শালবাগান এলাকার বাসিন্দা অসীম হাওলদার ওরফে বুটুর। CONTINUE READING

    MORE NEWS – বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রী, স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালাল স্বামী।

    মালদাঃ- বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রী, স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালাল স্বামী, হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু প্রেমিকের, খুনের ঘটনায় চাঞ্চল্য মালদহের হরিশ্চন্দ্রপুরের। পুলিশ সূত্রে জানা গেছে দু’‌মাস আগে কৃষ্ণপদ সাহার স্ত্রী সাগরিকা সাহাকে নিয়ে পালিয়ে গেছিল গোবিন্দ প্রামানিক (‌৩০)‌। এই রাগে গোবিন্দ প্রামানিকের বুকে চাকু ঢুকিয়ে খুন করল সাগরিকার স্বামী অভিযুক্ত কৃষ্ণপদ সাহা। মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটল মালদহের হরিশ্চন্দ্রপুর-‌১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ব্রিজের কাছে। ওই সময় গোবিন্দ প্রামানিক চাঁচলে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, গুরুতম জখম গোবিন্দ প্রামানিককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গোবিন্দ প্রামানিকের। গোটা ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে হরিশ্চন্দ্রপুর থানা ও চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments