More
    HomeরাজনৈতিকDirectorate of Enforcement কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে মঙ্গলবার ফের তলব ইডির।

    Directorate of Enforcement কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে মঙ্গলবার ফের তলব ইডির।

    Today Kolkata:- Directorate of Enforcement কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে মঙ্গলবার ফের তলব করল ইডি। এ নিয়ে চতুর্থ বার ইডির সদর দফতর দিল্লিতে তলব করা হল রাজীবকে। সূত্রের খবর, চালকল মালিক রাজীব অনুব্রত মণ্ডলের অসুস্থ স্ত্রীয়ের চিকিৎসার জন্য ৬৬ লাখ টাকা দিয়েছিলেন। এর আগে রাজীবের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। শনিবার দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। অনুব্রত মণ্ডলের স্ত্রী হাসপাতালে ভর্তি থাকার সময় ৬৬ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন বলে জানতে পেরেছেন গোয়েন্দা আধিকারিকরা। শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ দিল্লির ইডি দফতর থেকে বের হন। সেদিন অবশ্য বেরনোর সময়ে রাজীব ভট্টাচার্যের মুখে হাসি ছিল।

    দৃশ্যত তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন, জেরা পর্ব তাঁর ভালোই গিয়েছে। সূত্রের খবর, সেদিনও অনুব্রতর স্ত্রী-র চিকিৎসা সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। ইডি সূত্রে খবর, সেদিনও জেরায় রাজীবের কথায় অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছিল। গত শনিবারের আগের বৃহস্পতিবারও রাজীবকে জেরা করেন ইডি আধিকারিকরা। মূলত এই একটাই প্রশ্নের উত্তর তাঁরা সঠিকভাবে পেতে চাইছেন।

    Directorate of Enforcement কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে মঙ্গলবার ফের তলব ইডির।

    MORE NEWS – গরু পাচার মামলায় পলাতক বিনয় মিশ্র, ঘোষণা দিল্লি আদালতের।

    সিবিআইয়ের আরজিতে সাড়া। গরু পাচার মামলায় বিনয় মিশ্রকে পলাতক ঘোষণা করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই মামলায় বারবার তলব করে, নোটিস পাঠিয়ে, এমনকী বাড়িতে লোক পাঠিয়েও খোঁজ মেলেনি বিনয় মিশ্রের। বিশেষ সিবিআই আদালতে এই কথা জানিয়েছিলেন সিবিআই-এর আইনজীবীরা। এরপরই তাঁকে সরকারিভাবে পলাতক ঘোষণা করল আদালত। এবার বিনয় মিশ্রকে যে কোনও জায়গা থেকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। এ বিষয়ে ভিনরাজ্য ও ভিনদেশের সঙ্গে যোগাযোগ করা হবে সিবিআইয়ের তরফে, এমনটাই খবর। CONTINUE READING

    MORE NEWS – রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভেঙে TMC পার্টি অফিস , ঘর ভাঙায় নিষেধাজ্ঞা কোর্টের।

    রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবনের কোনও অংশ ভাঙা যাবে না। আদালতের নির্দেশের পরও যদি রবীন্দ্রভারতীর হেরিটেজ ভবন ভাঙা হয়, তাহলে জবাবদিহি করতে হবে রাজ্যকেই। নির্দেশ কলকাতা হাই কোর্টের । রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভেঙে বানানো হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়। এই অভিযোগে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ আদালতের। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments