More
    Homeজাতীয়কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত টেলিভিশন জার্নালিস্ট রোহিত সারদানা

    কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত টেলিভিশন জার্নালিস্ট রোহিত সারদানা

    কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত টেলিভিশন জার্নালিস্ট রোহিত সারদানা। জি নিউজের এডিটর-ইন-চিফ সুধীর চৌধুরি সকালে তাঁর একদা সহকর্মীর মৃত্যুর খবরটি টুইট করেন। জি নিউজে থাকাকালীন সারদানা ‘তাল ঠোক কে’ নামে একটি ডিবেট শো পরিচালনা করতেন। সেই সময় এই অনুষ্ঠান বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর ২০১৭ সালে জি নিউজ ছেড়ে আজ তকে যোগ দেন রোহিত। শুরু করেন নয়া শো— ‘দঙ্গল’। আমজনতার রোজকার জীবনের সমস্যা ও রাজনৈতিক ইস্যুকে সেখানে বিতর্কের মোড়কে পেশ করা হত। গত সপ্তাহে রোহিত করোনায় আক্রান্ত হন। একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়। ২৪ এপ্রিল নিজে টুইট করে সেকথা জানান। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সূত্রের খবর, শুক্রবার সকালে চিকিত্‍সাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। এদিকে রোহিতের মারা যাওয়ার খবর চাউর হতেই শুধু সাংবাদিক দুনিয়া নয়, দেশের রাজনৈতিক মহলেও শোকের পরিবেশ ঘনিয়ে এসেছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments