More
    Homeজাতীয়কোভিডে বাবা মা হারানো শিশুদের মাসে দেড় হাজার টাকা করে দেবে বিহার...

    কোভিডে বাবা মা হারানো শিশুদের মাসে দেড় হাজার টাকা করে দেবে বিহার সরকার, ঘোষণা নীতিশের

    কোভিডে বাবা মা হারানো শিশুদের পাশে থাকার বার্তা গতকালই দিয়েছে কেন্দ্র সরকার। এবার অনেকটা সেই একই পথে হাঁটল বিহার। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এদিন সে রাজ্যের করোনায় অনাথ শিশুদের জন্য বড়সড় ঘোষণা করেছেন। কোভিড আবহে ‘বাল সহায়তা যোজনা’ নামক প্রকল্প ঘোষণা করেছে বিহার সরকার। তাতে বলা হয়েছে, করোনার থাবায় যে সমস্ত শিশু তাদের মা-বাবাকে হারিয়েছে তাদের মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে। ১৮ বছর বয়স পর্যন্ত এই সরকারি সাহায্য পাবে তারা। সরকারি উদ্যোগে চাইল্ড কেয়ার সেন্টারে তাদের থাকার বন্দোবস্তও করা হবে বলে খবর। করোনায় মা বাবা দুজনের যে কোনও একজনের মৃত্যু হলেও শিশুদের এই অর্থ সাহায্য করা হবে। অনাথ শিশু যদি মেয়ে হয় তবে তাদের ভর্তি করা হবে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে। রবিবার পরপর একগুচ্ছ টুইট করে এই সমস্ত সিদ্ধান্ত বিস্তারিত জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।শুধু বিহার নয়, করোনায় অনাথ শিশুদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে অন্যান্য রাজ্য সরকারও। দিল্লি, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরলের মতো রাজ্য ইতিমধ্যেই নিজেদের মতো করে পদক্ষেপ করেছে। গতকাল প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে, কোভিডের কারণে অনাথ হয়ে যাওয়া শিশুদের পাশে থাকবে কেন্দ্রীয় সরকার। তাঁদের বিনামূল্যে শিক্ষার বন্দোবস্ত করা হবে। ১৮ বছর বয়স পর্যন্ত বছরে ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পাবে। ১৮ বছর বয়স হয়ে গেলে উচ্চ শিক্ষার জন্য বিনা সুদে শিক্ষা ঋণ পাবে। সেই সঙ্গে ১৮ বছরের পর স্টাইপেন্ড পাবে। আর ২৩ বছর বয়স হয়ে গেলে এককালীন ১০ লক্ষ টাকা দেবে কেন্দ্রীয় সরকার। এই টাকার সংস্থান পিএম কেয়ার্স তহবিল থেকে করা হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments