More
    Homeপশ্চিমবঙ্গখড়দহে বিজেপি নেতা সায়ন্তন বসুকে ঘিরে ব্যাপক বিক্ষোভ

    খড়দহে বিজেপি নেতা সায়ন্তন বসুকে ঘিরে ব্যাপক বিক্ষোভ

    খড়দহে বিজেপি নেতা সায়ন্তন বসুকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগ, খড়দহের ফেরিঘাট এলাকায় বিজেপি নেতা পৌঁছলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। সায়ন্তন বসুর উদ্দেশে কালো পতাকা দেখানো হয়।মঙ্গলবার খড়দহে শ্যামসুন্দর ফেরিঘাটে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু।

    খড়দহে বিজেপি নেতা সায়ন্তন বসুকে ঘিরে ব্যাপক বিক্ষোভ

    Read more-ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্রের হদিশ সল্টলেক এলাকায়, গ্রেফতার ১০

    সেখানেই বাধার মুখে পড়েন তিনি। কবির মূর্তিতে মালা দিতে বাধা দেওয়া হয় তাঁকে। একদল বাসিন্দা সায়ন্তনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। ক্ষোভ উগরে দেন তাঁর বিরুদ্ধে। সায়ন্তনও অবশ্য সকলের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাঁর কথা কেউ শুনতেই নারাজ। তাঁর হাত থেকে মালা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। তাঁর সামনেই রীতিমতো চিত্‍কার করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন আশেপাশের মানুষজন। এতটা বিক্ষোভের মুখে পড়ে সায়ন্তন বসু রবীন্দ্রনাথের মূর্তিতে মালা না দিয়েই ফিরে যান।

    এই ঘটনায় তিনি খড়দহের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। অভিযোগ, তাঁর কর্মসূচিতে বাধা দিতেই তৃণমূল কর্মী, সমর্থকরা পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। সায়ন্তন বসুর আরও অভিযোগ, এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, তাতে বিরোধীরা সামান্য কবিপ্রণাম কর্মসূচিও করতে পারছে না। যদিও ঘটনা নিয়ে খড়দহের তৃণমূল নেতৃত্বের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments