More
    Homeখবরগম বীজ উৎপাদন পর্যবেক্ষণে জাতীয় ও রাজ্যের কর্মকর্তারা

    গম বীজ উৎপাদন পর্যবেক্ষণে জাতীয় ও রাজ্যের কর্মকর্তারা

    গম বীজ উৎপাদন পর্যবেক্ষণে জাতীয় ও রাজ্যের কর্মকর্তারা । কৃষি বিজ্ঞানী দের মতে ভাল ফলনের জন্য চাই ভাল বীজ । অর্থাৎ উন্নত প্রজাতির বীজ । তাই উন্নত প্রজাতির গম বীজ উৎপাদনে এক কর্মসূচি পালন শুরু করেছে উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রের চোপড়া কেন্দ্র ।

     

    বৃহস্পতিবার এই কর্মসূচি দেখতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় ও রাজ্য বীজনিগমের প্রতিনিধি দল উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্র চোপড়াতে পর্যবেক্ষণ করেন , উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয় থেকে ডক্টর সৈকত দাস ও ওয়াসিম রেজা জাতীয় বীজ নিগম এর পক্ষে মিথিলেশ কুমার রাজ্য বীজ নিগমের পক্ষে ডক্টর নারায়ন মাইতি এবং উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে কৃষি বিজ্ঞানী ডঃ সুরজিৎ সরকার দেবাশীষ মাহাতো এবং ডক্টর সৌমেন মহাপাত্র ।

    World Trade Centre কলকাতার নব দিগন্তে ৩৫ লক্ষ বর্গফুট জুড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা, বিনিয়োগের পরিমাণ ১৫০০ কোটি টাকা।

    কৃষিবিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গেছে, এই বছর ডি, বি, ডব্লিউ, – ২৫২ ও ডি,বি, ডব্লিউ,-১৮৭ জাত টি করা হয়েছে, এই জাতটি ২০২০ তে রিলিজ হয়েছে এই জাতটির বিশেষত্ব হচ্ছে এটি খরা সহনশীল একটি মাত্র জল সেচ দিলেই চলবে। এবং ঝলসা ও মরিচা রোগ সহনশীল এবং এর উৎপাদন ক্ষমতা ৫৫ থেকে ৫৬ কুইন্টাল প্রতি হেক্টর, এর গম বীজ আগামী মরশুমে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের চোপরা কেন্দ্র থেকে পাওয়া যাবে বলে কৃষি বিজ্ঞানী ডঃ দেবাশিস মাহাতো জানান ।

     

    MORE NEWS – নিয়োগ দুর্নীতি চক্রের আরেক চরিত্র অয়ন শীল, অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার ২০১২ টেটের নথি, খবর ED সূত্রে।

    দফায় দফায় জিজ্ঞাসাবাদ। অবশেষে, ভোর রাতে গ্রেফতারি। প্রকাশ্যে এল নিয়োগ দুর্নীতি চক্রের আরেক চরিত্র অয়ন শীল। ইডি- সূত্রের খবর, এই অয়ন শীলের (Ayan Sil) বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ২০১২ সালের টেট এর নথিও। এর আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে শুধুমাত্র ২০১৪ সালের টেট-এর নথি উদ্ধার করেছিলেন ইডির (Enforcement Directorate) গোয়োন্দারা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments