More
    HomeUncategorizedচলন্ত ট্রেনে প্রসব যন্ত্রনা! রেলকর্মীদের তৎপরতায় পৃথিবীর আলো দেখলো সদ্যোজাত

    চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রনা! রেলকর্মীদের তৎপরতায় পৃথিবীর আলো দেখলো সদ্যোজাত

    বাংলাদেশের এক নারী চলন্ত ট্রেনেই জন্ম দিয়েছেন এক কন্যাসন্তানের। রেলওয়ে কর্তৃপক্ষ, রেল পুলিশ, প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন এবং একটি বেসরকারী নার্সিং হোম সকলেই নবজাতকের সুস্থতা নিশ্চিত করতে সহযোগিতা করেছে।

    মা এবং শিশু উভয়ই সুস্থ রয়েছে, যদিও শিশুটি প্রিম্যাচিওর এবং পরবর্তী চিকিৎসার জন্য তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাংলাদেশের সাতক্ষীরা জেলার রেজাউল গাজী এবং তার স্ত্রী মঞ্জিলা খাতুন হাওড়ার দিকে যাচ্ছিল বোম্বে মেইল ট্রেনে। ট্রেনটি মেচেদা স্টেশনে পৌঁছালে মঞ্জিলার প্রসব বেদনা শুরু হয় এবং রেজাউল রেলওয়ে কর্মকর্তাদের বিষয়টি জানায়।

    কর্মকর্তারা যাত্রী সমিতির সাথে যোগাযোগ করেন যারা তখন বাগনান স্টেশনের কাছে মার্সি নার্সিং হোমে পৌঁছেছিলেন। বাগনান স্টেশনে আরপিএফ, জিআরপি এবং রেল কর্মীরা সক্রিয় হয়ে ওঠে। বম্বে মেল ট্রেনটি শেষ পর্যন্ত অনির্ধারিত ভাবেই বাগনান স্টেশনে থামানো হয়েছিল। তারপর তাদের একটি অ্যাম্বুলেন্সে করে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা জানিয়েছেন যে মা এবং নবজাতক কন্যা উভয়ই ভাল আছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments