More
    Homeখবরজঙ্গিপুর শান্তির শহর কে অশান্তি করার চেষ্টা

    জঙ্গিপুর শান্তির শহর কে অশান্তি করার চেষ্টা

    Todaykolkata :-  জঙ্গিপুর শহর শান্তির শহর আর এই শান্তির শহর কে অশান্তি করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতী । ঠিক এমনই মন্তব্য করলেন জঙ্গিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শান্তা সিংহ  । গতকাল জঙ্গিপুর পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডের বিরোধী দল কংগ্রেস এবং সি পি এম এর পোস্টার ছেঁড়া কে কেন্দ্র করে বিরোধী দলগুলি জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির সামনে তারা অবস্থান বিক্ষোভ দেখান । তারই রেশ কাটতে না কাটতেই বেলা গড়াতে চোখে পড়ে আজকে ওয়ার্ডেই শাসক দলেরই কিছু জায়গায় পোস্টার বা ব্যানার ছেঁড়া পড়ে থাকতে দেখা যায়  ।

    ঠিক একই ভাবে আজ জঙ্গিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শান্তা সিংহর পোস্টার , ব্যানার খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন , জঙ্গিপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শান্তা সিংহ । তিনি অভিযোগের তীর শাসক ও বিরোধী দলের  বিরুদ্ধে না ছুড়ে প্রশাসনকে সঠিক তদন্তের আর্জি জানিয়েছেন শান্তা সিংহ । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন চলুন শুনে নেওয়া যাক ।

    জঙ্গিপুর শান্তির শহর কে অশান্তি করার চেষ্টা

    MORE NEWS – ঝাড়গ্রাম পৌরসভার নির্বাচনে বিজেপি , বামেদের ও কংগ্রেস কে প্রত্যাখ্যান করার ডাক দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো

    রবিবার ঝাড়গ্রাম পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ঘোড়াধরা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে নির্বাচনী প্রচার করেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো । তার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মাহাতো এবং ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ঘনশ্যম সিংহ সহ তৃণমূল কংগ্রেসের নেতা  ও  কর্মীরা । নির্বাচনী সভায় রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ঝাড়গ্রাম পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস এর প্রার্থীদের জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান । সেই সঙ্গে বিজেপি , বামেদের ও কংগ্রেস কে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। তিনি বলেন শিশুসাথী থেকে সমব্যথী মানুষের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । ঝাড়গ্রামের উন্নয়নে অনেক কাজ হয়েছে ।  আরো কিছু কাজ বাকি আছে । আপনারা 2013 সালে তৃণমূল কংগ্রেসকে ঝাড়গাম পৌরসভার ক্ষমতায় এনেছিলেন । মাত্র পাঁচ বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল । CONTINUE NEWS

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments