More
    Homeখবরনরেন্দ্রপুরে বাইক চুরি চক্রের হদিস ৷

    নরেন্দ্রপুরে বাইক চুরি চক্রের হদিস ৷

    Todaykolkata :- নরেন্দ্রপুরে বাইক চুরি চক্রের হদিস ৷ ঘটনায় গ্রেফতার দুই যুবক ৷ শুধুমাত্র স্ক্রু ব্যবহার করেই বাইকের লক খুলতে পারত তারা ৷ তারপর বাইক নিয়ে চম্পট দিত ৷ প্রথমেই নাম্বার প্লেট খুলে দিত ও নকল নাম্বার প্লেট ব্যবহার করত যাতে কারোর সন্দেহ না হয় ৷ তারপর সেই বাইক কাস্টমার দেখে বিক্রি করে দেওয়া হত ৷ দীর্ঘ দু-আড়াই বছর ধরে এই কাজ করছিল তারা এমনটাই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ৷ সোমবার রাতে বোড়ালের কালীবাজার এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে তাদের গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷

    ধৄতরা হল আদিল পারভেজ শেখ ও সাফিরুল হালদার ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের কাছ থেকে চারটি বাইক উদ্ধার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ অভিযুক্ত দুজনকে মঙ্গলবার বারুইপুর আদালতে পেশ করা হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে পুলিশ ৷ এদের সাথে বাইক চুরি চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷

    নরেন্দ্রপুরে বাইক চুরি চক্রের হদিস ৷

    MORE NEWS -সেলিব্রিটি নয়। ঘামঝড়ানো কর্মীদের রাজ্য জুড়ে পার্থী। বক্তব্য দিলিপ ঘোষের।

    বিধান সভা ভোটের আগে বড় বড় যাদের দলে আনা হয়েছিলো। তারা সব দল ছেড়ে চলে গেছে। তাই ঘাম ঝড়িয়ে পার্টি করা কর্মীদের কেই রাজ্য জুড়ে পার্থী করা হয়েছে।আজ বেলা ১০ টা নাগাদ ঝাড়গ্রামে বিজেপি পার্থীদের হয়ে প্রচারে আসেন দিলিপ ঘোষ। দিলিপ বাবু সাংবাদিক দের জানান , ঝাড়গ্রামে অাগের থেকে সংগঠন ভালো হয়েছে । ৬বছর অাগে সংগঠন বলে কিছু ছিলো না । গত নির্বাচনে কোনো ক্যান্ডিডেট ছিলো না । অামরা সমস্ত ওয়ার্ডে লড়ছি । যে সমস্ত কাজ হয়নি। সেটা অামরা সাধারন মানুষ কে দিতে চাই। পুরোপরিসেবা থেকে মানুষ বঞ্চিত অাছে।
    #পৌর ভোটে বিজেপি রাজনৈতিক ভাবে লড়লো না , সরে দারালো কারন কি ?  দিলিপ ঘোষ জানান, যারা অামাদের পার্টি করছেন তাদের অামারা পার্থী করেছি । সারা বাংলা জুড়ে অামরা তাই করেছি। বিধান সভা ভোটের অাগে বাইরে থেকে বড় বড় লোকদের এনে দাড় করিয়ে কি করা হয়েছে অামরা দেখেছি । তারা তো সব পার্টি ছেড়ে চলে গেছে । CONTINUEREADING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments