More
    Homeখবরজি-টোয়েন্টি সম্মেলনে রাতে চা পাতা তোলার দৃশ্য দেখবার ব্যবস্থা

    জি-টোয়েন্টি সম্মেলনে রাতে চা পাতা তোলার দৃশ্য দেখবার ব্যবস্থা

    Today Kolkata:-  জি-টোয়েন্টি সম্মেলনে রাতে চা পাতা তোলার দৃশ্য দেখবার ব্যবস্থা। এপ্রিল মাসের শুরুতে দার্জিলিং ও শিলিগুড়িতে বসতে চলেছে পর্যটন সম্মেলন। এই সম্মেলন শুরু হবে ১ লা এপ্রিল চলবে ৩রা এপ্রিল পর্যন্ত। বিদেশ থেকে আগত প্রতিনিধিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দার্জিলিং মানে খেলনা গাড়ি, টয় ট্রেনে করে দার্জিলিং সফর এক নস্টালজিকতা এনে দেয়।

     

    প্রসঙ্গত, বিদেশ থেকে আসা প্রতিনিধিদের জন্য টয় ট্রেন সাওয়রী থাকছে, এছাড়া চাঁদনী রাতে মনমুগ্ধকর চা বাগান থেকে চা পাতা তোলার অপরূপ দৃশ্য দেখবার ব্যবস্থা করা হবে। যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করছেন কেন্দ্রীয় পর্যটন বিভাগের একটি দল। সূত্রে খবর পয়লা এপ্রিল থেকে শুরু হবে এই জি -টোয়েন্টি পর্যটন সম্মেলন। বিভিন্ন আধিকারিক ও বিদেশ থেকে আসা প্রতিনিধিদের নিয়ে যাওয়া হবে শিলিগুড়ি সংলগ্ন শুকনার একটি রিসোর্টে। সেখানে কিছুক্ষণ সময় কাটাবেন তারা, খাওয়া-দাওয়ার বন্দোবস্ত থাকবে।

     

    এরপর সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হবে কার্শিয়াং এ, রিসোর্টে অতিথিদের জন্য থাকবে থাকা ও খাওয়ার ব্যবস্থা। আগত প্রতিনিধিদের জন্য থাকছে চাঁদনী রাতে চা বাগান থেকে চা পাতা তোলার অপরূপ দৃশ্য দেখবার সুব্যবস্থা। এছাড়া বিদেশ থেকে আগত প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বিদেশ থেকে আগত প্রতিনিধিদের জন্য টয় ট্রেন সাওয়ারিতে দার্জিলিং ভ্রমনের ব্যবস্থা থাকবে। বৈঠকের অন্তিম দিন দার্জিলিং রাজভবনে মধ্যাহ্নভোজের সুব্যবস্থা থাকবে।। তিন দিন থাকবে জমজমাট আয়োজন।

    আরও পড়ুন – Santanu Banerjee শুরুতে কাঁধে ছিল মই ! যুব নেতা হওয়ার পর ভোল বদলায় শান্তনুর , তৃণমূল নেতা হয়ে ওঠেন ‘লাটসাহেব’ !

    উল্লেখ্য, এপ্রিল মাসের শুরুতে দার্জিলিং ও শিলিগুড়িতে বসতে চলেছে পর্যটন সম্মেলন। এই সম্মেলন শুরু হবে ১ লা এপ্রিল চলবে ৩রা এপ্রিল পর্যন্ত। বিদেশ থেকে আগত প্রতিনিধিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দার্জিলিং মানে খেলনা গাড়ি, টয় ট্রেনে করে দার্জিলিং সফর এক নস্টালজিকতা এনে দেয়। প্রসঙ্গত, বিদেশ থেকে আসা প্রতিনিধিদের জন্য টয় ট্রেন সাওয়রী থাকছে, এছাড়া চাঁদনী রাতে মনমুগ্ধকর চা বাগান থেকে চা পাতা তোলার অপরূপ দৃশ্য দেখবার ব্যবস্থা করা হবে।

     

    যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করছেন কেন্দ্রীয় পর্যটন বিভাগের একটি দল। সূত্রে খবর পয়লা এপ্রিল থেকে শুরু হবে এই জি -টোয়েন্টি পর্যটন সম্মেলন। বিভিন্ন আধিকারিক ও বিদেশ থেকে আসা প্রতিনিধিদের নিয়ে যাওয়া হবে শিলিগুড়ি সংলগ্ন শুকনার একটি রিসোর্টে। সেখানে কিছুক্ষণ সময় কাটাবেন তারা, খাওয়া-দাওয়ার বন্দোবস্ত থাকবে। এরপর সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হবে কার্শিয়াং এ, রিসোর্টে অতিথিদের জন্য থাকবে থাকা ও খাওয়ার ব্যবস্থা। আগত প্রতিনিধিদের জন্য থাকছে চাঁদনী রাতে চা বাগান থেকে চা পাতা তোলার অপরূপ দৃশ্য দেখবার সুব্যবস্থা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments