More
    Homeখবরজেলা পরিষদের সহযোগিতায় বনমোহৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়া সংহতি মঞ্চে।

    জেলা পরিষদের সহযোগিতায় বনমোহৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়া সংহতি মঞ্চে।

    রাহুল রায়, কাটোয়াঃ- শনিবার,পূর্ব বর্ধমান জেলা বন বিভাগের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় বনমোহৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়া সংহতি মঞ্চে। বনমোহৎসব অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, কাটোয়া মহকুমা শাসক অর্চনা পনধরিনাথ ওয়াঁখেডে, মুখ্য বনপাল, বনাধিকারিক, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার সহ অন্যান্যরা। জেলাজুড়ে প্রায় ৬ লক্ষ বৃক্ষরোপণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে বনবিভাগ। সকল অতিদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। বনকর্মীদেরকে সম্মান জানানো হয়। এরপাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণকারী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এইদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার,গাছ লাগান প্রাণ বাঁচান জঙ্গলকে রক্ষা করুন জঙ্গলি আমাদের ভবিষ্যৎ এই কথা বললেন তিনি।

    জেলা পরিষদের সহযোগিতায় বনমোহৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়া সংহতি মঞ্চে।

    MORE NEWS – জঙ্গলমহল শালবনীর পিছিয়ে পড়া বিদ্যালয়গুলিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবির।

    জঙ্গলমহল (Jangolmohal) শালবনীর রাধামোহনপূর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় ও মাঝিপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের বাচ্চাদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবির অনুষ্ঠিত হলো। মূলত আদিবাসী ও এসসি ছাত্র ছাত্রী দের এই বিদ্যালয়গুলোতে একশ জন ছাত্র ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় শিবিরের আয়োজন করেন ডাঃ সদানন্দ সিংহ। শালবনীর কর্মতীর্থে ও মন্ডলকূপীতে একটি অনলাইন মেডিসিন ফার্মেসীর উদ্বোধনের জন্য আয়োজিত আজকের কর্মসূচীর রূপায়ণে ছিলেন শালবনীর ভাদুতলার উদীয়মান ও টীম রক্তযোদ্ধা।(Jangolmohal) রাধামোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের, CONTINUE READING

    MORE NEWS – আগামী ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান কে সফল করতে একটি বিশাল মিছিল।

    পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ ডেবড়া ব্লক তৃনমূল কংগ্রেস এবং ডেবড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান কে সফল করতে একটি বিশাল মিছিল এর আয়োজন করা হয়। ডেবড়ার পাঁচবেড়িয়া থেকে মিছিল শুরু করে চার কিলোমিটার রাস্তা অতিক্রম করে মাড়তলা বাজারে শেষ হয়। মিছিল শেষে মাড়তলা বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রত্যেক বক্তাই দলীয় কর্মীদের, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments