More
    Homeখবরডুয়ার্সে উদ্ধার তিনটি হাতির রক্তাক্ত মরদেহ

    ডুয়ার্সে উদ্ধার তিনটি হাতির রক্তাক্ত মরদেহ

    Today Kolkata:-  ডুয়ার্সে উদ্ধার তিনটি হাতির রক্তাক্ত মরদেহ।   উত্তরবঙ্গে তিস্তার চরে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে সেনা প্রশিক্ষণ চলাকালীন ঢুকে পড়েছিল একদল বন্য হাতির পাল। এরপর ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল এলাকায় পাওয়া যায় তিনটি হাতির রক্তাক্ত মরদেহ। খোঁজ মিলেছে একাধিক আহত হাতির। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে রাজ্যের বন বিভাগে। সূত্রের খবর, গত ১৩ মার্চ তিস্তা চরের ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলছিল সেনারবাহিনীর একটি দলের।

     

    সেই সময় ফায়ারিং রেঞ্জের কাছাকাছি চলে আসায় গুলিবিদ্ধ হয় একের পর এক বন্য হাতি। বন দপ্তর সূত্রে জানা গেছে, ঘটনার পরদিন ১৪ মার্চ মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন সালুগাড়া রেঞ্জে একটি ১২ বছরের হাতির রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। এরপর ১৫ মার্চ উদ্ধার হয় আরও দুটি হাতির মরদেহ। একটি হাতির মরদেহ উদ্ধার হয় বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের অন্তর্গত তারঘেরা রেঞ্জে।

    Rastashree রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিল্যান্যাসে ব্যাপক প্রচারাভিযানের নির্দেশ নবান্নের।

    অন্যটির মরদেহ উদ্ধার হয় সাত মাইল রেঞ্জে। স্থানীয়দের দাবি, একাধিক হাতি ওই ঘটনায় জখম হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বনকর্তাদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। জখম হাতিগুলোর সন্ধানে শুরু হয়েছে জঙ্গল জুড়ে তল্লাশি। জানা গেছে মৃত তিন হাতির মধ্যে রয়েছে একটি পূর্ণবয়স্ক স্ত্রী হাতি। বন দপ্তরের দাবি, ফায়ারিং রেঞ্জে ঢুকে যেতেই সেনার বোমার সেল ফেটে স্প্লন্টার লাগে হাতির শরীরে। মৃত দুটি হাতির শরীরেও মিলেছে স্প্লিন্টারের ক্ষত।  ডুয়ার্সে

    MORE NEWS – মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা এখনই নয়, আদালতের নির্দেশে অপেক্ষায় বিকাশ।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা করার ব্যাপারে এখনই অনুমতি মিলল না কলকাতা হাই কোর্টের তরফে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Sribastava) , বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল , বিষয়টি তারা বিবেচনা করে দেখবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments