More
    Homeখবরডেঙ্গু আক্রান্ত সাংসদের স্বামী-মেয়ে, সরব বিরোধীরা৷

    ডেঙ্গু আক্রান্ত সাংসদের স্বামী-মেয়ে, সরব বিরোধীরা৷

    Today Kolkata:- করোনার দাপট নিয়ন্ত্রণে আসতেই রাজ্যজুড়ে এবার শুরু হয়েছে ডেঙ্গুর অত্যাচার। একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছেন মশা বাহিত এই রোগে। এবার ডেঙ্গু আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী এবং মেয়ে৷ সাংংসদের ডেঙ্গু রিপোর্ট নেগেটিভ এসেছে৷ জানা গিয়েছে, অপরূপার স্বামী সাকির আলি এবং দু’ বছরের মেয়ে রিষড়ার এক নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। সাকির আলি রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর৷ সাংসদের অবশ্য দাবি, সম্প্রতি হায়দ্রাবাদে ঘুরতে গিয়েছিলেন তাঁরা৷ সেখান থেকে ফেরার পরই তাঁদের ডেঙ্গু ধরা পড়ে৷ রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে৷ ইতিমধ্যেই এ বছর এই রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

    শুক্রবার ডেঙ্গুর কারণে মৃত্যু হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরার৷ এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারের উদাসীনতাকে দায়ী করে সরব হয়েছে বিরোধীরাও৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারির সুরে বলেন, “দু’ দিনের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি না হলে এবং সরকার তৎপরতা না দেখালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ করা হবে৷ অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মতে, ‘সরকার যে সংখ্যক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেখাচ্ছে আসল সংখ্যাটা তার থেকে ২৬২ গুন বেশি৷’ রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অবশ্য দাবি, সাধারণ মানুষ সতর্ক না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়৷

    ডেঙ্গু আক্রান্ত সাংসদের স্বামী-মেয়ে, সরব বিরোধীরা৷

    শিশুমৃত্যুকে কেন্দ্র করে আর জি কর মেডিক্যাল কলেজে উত্তেজনা ! চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের।

    ফিরল ভয়াবহ স্মৃতি, রবীন্দ্র সরোবরে অনুশীলনের সময় উলটে গেল রোয়িং বোট, কপালজোরে রক্ষা।

    MORE NEWS – বিজেপির রাজ্য নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের দলেরই যুব মোর্চার আইটি সেলের ইনচার্জের।

    বিজেপির রাজ‌্য নেতার বিরুদ্ধে এবার পুলিশে অভিযোগ দায়ের করলেন দলেরই যুব মোর্চার আইটি সেলের ইনচার্জ মণীশ বিসা। রাজ‌্য বিজেপির আইনি সেলের ইনচার্জ লোকনাথ চট্টোপাধ‌্যায়ের বিরুদ্ধে পোস্তা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মণীশ। মণীশের বক্তব‌্য, পোস্তা থানায় অভিযোগ করেছেন তিনি। শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। পাশাপাশি দুই সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধেও থানায় অভিযোগ করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, অস্বাভাবিক যৌন আচরণের মামলা দায়ের হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments