More
    Homeরাজ্যডোমজুড়ে চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে আশি হাজার টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা

    ডোমজুড়ে চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে আশি হাজার টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা

    চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে আশি হাজার টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনা ডোমজুড়ের। মঙ্গলবার রাতে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে এক ব্যবসায়ীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। পরপর একই ছকে দুবার ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বীরেন্দ্র সাউ নামের ওই ব্যবসায়ী জানান, রাত পৌনে আটটা নাগাদ দোকানের ঝাঁপ বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাত্‍ রাস্তায় তিনজন যুবক তাঁকে ঘিরে ধরে। এরপর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে তাঁকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। বীরেন্দ্র বাবুর হাতে ছিল টাকার ব্যাগ। সেখানে থেকে আশি হাজার টাকা ছিনিয়ে নেবার সময় তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। চোখে ছিটিয়ে দেওয়া হয় লঙ্কা গুঁড়ো। এরপরই তাঁর টাকা, মোবাইল ফোন আর বাইক ছিনতাই করে ছয় নম্বর জাতীয় সড়ক ধরে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা ওই ব্যবসায়ীকে রাস্তা থেকে উদ্ধার করেন। বাঁকরার এক বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান। সেখানেই তিনি চিকিত্‍সাধীন। সোমবার দুপুরে ডোমজুড় থানা এলাকার বাঁকড়ায়ও এমনই এক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। প্রকাশ্য দিবালোকে মদের দোকানের এক কর্মচারীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে একই কায়দায় দশ লক্ষ টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। উদ্ধার হয় ছয় লক্ষ টাকা। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ছকে ছিনতাই! অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। দুটো ঘটনার মধ্যে যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments