More
    Homeরাজনৈতিকতাঁরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছেন, বুথফেরত সমীক্ষার পরেও দাবিতে অনড় জোড়া...

    তাঁরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছেন, বুথফেরত সমীক্ষার পরেও দাবিতে অনড় জোড়া ফুল—গেরুয়া দুই শিবিরই

    বৃহস্পতিবার অষ্টম দফা ভোট মিটতে না—মিটতেই একাধিক বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসতে থাকে। কোথাও দাবি করা হয়েছে তৃতীয় বারের জন্য তৃণমূল আসার সম্ভাবনা রয়েছে, আবার কোথাও দাবি করা হয়েছে বিজেপি নীলবাড়ি দখল করতে পারে। এমনকী, বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় দু’‌পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়েরও তত্ত্বও উঠে এসেছে। তবে বুথ ফেরত সমীক্ষার দাবি উড়িয়ে দিয়েছে দুই শিবিরই। উভয়ের তরফেই দাবি করা হয়েছে, তাঁরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছেন।

    তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী তাপস রায়ের বুথ ফেরত সমীক্ষা নিয়ে মত, ‘আমরা সবকটি বুথ ফেরত সমীক্ষারই ফল দেখেছি। তবে কোনও হাড্ডাহাড্ডি লড়াই নেই। কারণ, আমরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ফিরছি। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয় বারের জন্য মু্খ্যমন্ত্রী হবেন।’

    অন্য দিকে, তৃণমূলের মতো রাজ্য বিজেপি’‌র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দাবি করেছেন, ‘কোনও বুথ ফেরত সমীক্ষার উপরেই ভরসা করা উচিত নয়। কারণ, এত কম নমুনার উপরে এই সমীক্ষাগুলে হয় যে, তা বেশির ভাগ ক্ষেত্রেই কোনও আভাস দিতে পারে না। সেক্ষেত্রে আর দু’‌টো দিন অপেক্ষা করাই ভাল। বাংলার মানুষ কি রায় দিয়েছেন, তা রবিবারেই জানা যাবে। প্রত্যায়ী সায়ন্তনের দাবি, বিজেপিই বাংলায় সরকার গড়বে পর্যাপ্ত গরিষ্ঠতা নিয়ে।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments