More
    Homeপশ্চিমবঙ্গ'ত্রাণ বিলিতে কোনওরকম বেনিয়ম মানা হবে না, দুর্নীতির বিরুদ্ধে এবার কড়া...

    ‘ত্রাণ বিলিতে কোনওরকম বেনিয়ম মানা হবে না, দুর্নীতির বিরুদ্ধে এবার কড়া ভূমিকা পালন করবে প্রশাসন’, কড়া হুঁশিয়ারি মমতার

    বাংলায় আছড়ে পড়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ২৪ পরগনার উপকূলবর্তী হিঙ্গলগঞ্জ এলাকা। এদিন হেলিকপ্টারে করে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরিদর্শন শেষে হিঙ্গলগঞ্জে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা, এলাকার জনপ্রতিনিধিরা। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘ত্রাণ বিলিতে কোনওরকম বেনিয়ম মানা হবে না। বিপর্যয়ের কবলে পড়া সাধারণ মানুষদের ত্রাণ বিলি করাই এখন মূল লক্ষ্য রাজ্য সরকারের। দুর্নীতির বিরুদ্ধে এবার কড়া ভূমিকা পালন করবে প্রশাসন। দুয়ারে ত্রাণ প্রকল্পের মাধ্যমে সরকার মানুষের কাছে ত্রাণ এবং ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেবে। ১ থেকে ৮ জুলাইয়ের মধ্যে ত্রাণ বা ক্ষতিপূরণের টাকা সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার। অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মমতা ব্যানার্জি।’ এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও বলেন, ‘উপকূলবর্তী ক্ষতিগ্ৰস্ত এলাকাগুলিতে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, গোসাবা, সাগরের বিভিন্ন গ্ৰামে ঘূর্ণিঝড় এবং ভরা কোটালের জেরে প্রায় ১ লক্ষ বাড়ি ভেঙে গিয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments