More
    Homeরাজ্যপশ্চিম বর্ধমানের এই গ্রামে শুধু মহালয়ার দিন পূজো হয় মা দুর্গার, সেদিনই...

    পশ্চিম বর্ধমানের এই গ্রামে শুধু মহালয়ার দিন পূজো হয় মা দুর্গার, সেদিনই হয় বিসর্জন! কেন জানেন?

    পশ্চিম বর্ধমান জেলার হিরাপুর থানার অন্তর্গত ধেনুয়া গ্রামে একটি একদিনের দুর্গাপুজো হয়ে আসছে গত ৫০ বছর ধরে। এই পুজোর বিশেষত্ব হল, এটি ৪ দিনের নয়, মাত্র ১ দিনের। মহালয়ার দিনই দেবীর বোধন এবং বিসর্জন হয়। এই পুজোর সূচনা হয়েছিল ১৯৭৩ সালে কালীকৃষ্ণ সরস্বতী ঠাকুরের হাত ধরে। তিনি ছিলেন একজন ধার্মিক মানুষ। তাঁর কাছে দুর্গাপুজো ছিল একটি ধর্মীয় অনুষ্ঠান যা গ্রামের সমস্ত মানুষের মধ্যে ধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে।

    গ্রামের সকলের সঙ্গে আলোচনা করে তিনি মহালয়ার দিনে একটি দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেন। গ্রামবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে একটি ছোট মন্দির তৈরি করেন। সেখানে নিজেই মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করেন কালীকৃষ্ণ। কালীকৃষ্ণের মৃত্যুর পর তাঁর পুত্র তরুণ সরস্বতী ঠাকুর এই পুজোর দায়িত্ব নেন। তিনি বাবার আদর্শ অনুসরণ করে পুজোকে আরও সাড়ম্বরে পালন করতে থাকেন।

    এই পুজোর আরেকটি বিশেষত্ব হল, এখানে দেবী দুর্গাকে কুমারীরূপে পূজা করা হয়। তিনি দুই সখী জয়া ও বিজয়ার সঙ্গে বাপের বাড়ি আসেন। পুজোর পর এই দিনেই দেবীকে বিসর্জন দেওয়া হয়। এই পুজো ধেনুয়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর এই পুজো দেখতে সারা রাজ্য থেকে মানুষজন আসেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments