More
    Homeজাতীয়প্রজাতন্ত্র দিবসের দোরগড়ায় কড়া নিরাপত্তায় মোড়া রাজধানী, সারা দিন রাত নজর রাখছে...

    প্রজাতন্ত্র দিবসের দোরগড়ায় কড়া নিরাপত্তায় মোড়া রাজধানী, সারা দিন রাত নজর রাখছে FRS-সহ ৩০০ CCTV

    প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) দোরগড়ায় কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে দিল্লিকে (Delhi)। বিশেষ করে গাজিপুরে ফুলের বাজারে আইইডি (IED) বিস্ফোরক পদার্থ মিলতেই আর সতর্ক হয়ে গিয়েছে কেন্দ্র।

    প্রজাতন্ত্র দিবসের দোরগড়ায় কড়া নিরাপত্তায় মোড়া রাজধানী, সারা দিন রাত নজর রাখছে FRS-সহ ৩০০ CCTV

    Read more-অবিলম্বে স্কুল খোলার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যের প্রধান শিক্ষক সংগঠনের

    ইতিমধ্য়েই দেশের রাজধানীতে পুলিশের সংখ্যা আরও অনেক সংখ্যায় বাড়িয়ে দেওয়া হয়েছে। এফআরএস বা ফেসিয়াল রিগকনিশন সিস্টেম অর্থাত্‍ যা মুহূর্তেই মুখাবয়ব সনাক্ত করতে সক্ষম এমনই অতিশক্তিশালী যন্ত্র বসানো হয়েছে। এর সারা দিন রাত নজর রাখছে প্রায় ৩০০ সিসিটিভি(CCTV)।

    প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা ইস্যুতে নতুন দিল্লির ডিসিপি দীপক যাদব (DCP Deepak Yadav DCP New Delhi) বলেছেন, সন্ত্রাস ছাড়াও কোভিড সংক্রমণের বৃদ্ধি ফলেও এই পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। ডিসিপি দীপক যাদব ইতিমধ্যেই পুলিশ কর্মীদের প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে অবহিত করেছেন এবং নয়া দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করে তুলেছেন। ডিসিপি বলেছেন, ‘আমরা নয়া দিল্লির এলাকায় এবং আশেপাশের হোটেলগুলিতে কড়া নজর রাখছি। হোটেলগুলিতে আসা দর্শনার্থীদেরও খুঁটিয়ে দেখে নেওয়া হচ্ছে। কোনওপ্রকার অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হলেই প্রতিক্রিয়া জানাতে তৈরি করা হবে কুইক রিকঅ্যাকশন টিম(QRT)। আমরা একটি ড্রোন বিরোধী দলও গঠন করেছি। ‘ মূলত দুষ্কৃতি দ্বারা হামলা চালানো হলে এই নির্দিষ্ট দলই ড্রোন হামলা থেকে রাজধানীকে রক্ষা করবে ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments