More
    Homeখবরপ্রতীকেও পাকাপাকি ভাবে দুই ভাগ হয়ে গেল শিবসেনার।

    প্রতীকেও পাকাপাকি ভাবে দুই ভাগ হয়ে গেল শিবসেনার।

    Today Kolkata:- প্রতীকেও পাকাপাকি ভাবে দুই ভাগ হয়ে গেল শিবসেনা। বাবার তৈরি সংগঠনেই ব্রাত্য উদ্ধব। এখন শিবসেনার প্রতীক নিয়ে দল পরিচালনা করবেন একনাথ শিণ্ডে। নির্বাচন কমিশন একনাথ শিণ্ডে শিবিরকেই সেই প্রতীকের অধিকার দিয়েছে। তারপরেই শিবসেনা ডট ইন ওয়েবসাইটটি ডিলিট করে দেয় উদ্ধেব শিবির। তার জায়গায় নতুন ওয়েবসাইট খোলা হয়েছে। এমকী টুইটার হ্যান্ডেলও বদল করা হয়েছে। শিবসেনার জায়গায় এখন নতুন টুইটার হয়েছে উদ্ধব বালাসাহেব ঠাকরে।

    টুইটার হ্যান্ডেল বদল করায় টুইটারের ব্লু টিকও হারিয়েছেন তাঁরা। কারণ সেটি নতুন অ্যাকাউন্ট হওয়ায় সেিট এখনও ভেরিফাই করা হয়নি। শিবসেনার দলীয় প্রতিক উদ্ধব ঠাকরেকে দেওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন উদ্ধব ঠাকরে। তিনি নির্বাচন কমিশনকে খারিজ করার দাবি জানিয়েছেন। এর আগে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী মোদী দাস বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

    সেই সঙ্গে বিজেপিকেও নিশানা করেছেন উদ্ধব ঠাকরে। তিনি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে বলেছেন, এতদিন মানুষ প্রধানমন্ত্রী মোদীর মুখোস পরে ঘুরত। এখন বালাসাহেবের মুখোস পরছেন মোদী নিজে। কমিশের এই নির্দেশের পরেই উদ্ধব শিবির বদল করেছে তাদের টুইটার হ্যান্ডেল। ডিলিট করেছে ওয়েবসাইটও।

    উল্লেখ্য, বাবার তৈরি সংগঠনেই ব্রাত্য উদ্ধব। এখন শিবসেনার প্রতীক নিয়ে দল পরিচালনা করবেন একনাথ শিণ্ডে। নির্বাচন কমিশন একনাথ শিণ্ডে শিবিরকেই সেই প্রতীকের অধিকার দিয়েছে। তারপরেই শিবসেনা ডট ইন ওয়েবসাইটটি ডিলিট করে দেয় উদ্ধেব শিবির। তার জায়গায় নতুন ওয়েবসাইট খোলা হয়েছে। এমকী টুইটার হ্যান্ডেলও বদল করা হয়েছে। শিবসেনার জায়গায় এখন নতুন টুইটার হয়েছে উদ্ধব বালাসাহেব ঠাকরে।

    প্রতীকেও পাকাপাকি ভাবে দুই ভাগ হয়ে গেল শিবসেনার।

    সাগরদিঘিতে অধীরের হাতিয়ার আনিস খান

    টুইটার হ্যান্ডেল বদল করায় টুইটারের ব্লু টিকও হারিয়েছেন তাঁরা। কারণ সেটি নতুন অ্যাকাউন্ট হওয়ায় সেিট এখনও ভেরিফাই করা হয়নি। শিবসেনার দলীয় প্রতিক উদ্ধব ঠাকরেকে দেওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন উদ্ধব ঠাকরে। তিনি নির্বাচন কমিশনকে খারিজ করার দাবি জানিয়েছেন। এর আগে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী মোদী দাস বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

    সেই সঙ্গে বিজেপিকেও নিশানা করেছেন উদ্ধব ঠাকরে। তিনি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে বলেছেন, এতদিন মানুষ প্রধানমন্ত্রী মোদীর মুখোস পরে ঘুরত। এখন বালাসাহেবের মুখোস পরছেন মোদী নিজে। কমিশের এই নির্দেশের পরেই উদ্ধব শিবির বদল করেছে তাদের টুইটার হ্যান্ডেল। ডিলিট করেছে ওয়েবসাইটও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments