More
    Homeরাজ্যপ্রথম দিনেই দুয়ারে সরকার ক্যাম্পে হাজির প্রায় ৫ লক্ষ মানুষ! রাজ্য জুড়ে...

    প্রথম দিনেই দুয়ারে সরকার ক্যাম্পে হাজির প্রায় ৫ লক্ষ মানুষ! রাজ্য জুড়ে বিপুল সারা মানুষের

    দুয়ারে সরকার শিবিরের সপ্তম সংস্করণ শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে। শুক্রবার দিন প্রথম দিনেই ভির উপচ্ছে পড়েছে দুয়ারে সরকার ক্যাম্পে। প্রথম দিনই বিকেল পাঁচটা পর্যন্ত হিসাব যা বলছে প্রায় নয় হাজার ক্যাম্পে বিভিন্ন প্রয়োজনে প্রায় পাঁচ লক্ষ ১৭৯৭০ জন মানুষ এসেছিলেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই পরিষেবা। তারপর ১৮ তারিখ থেকে অর্থাৎ দ্বিতীয় ধাপে দেয়া হবে সমস্ত রকমের পরিষেবা।

    খাদ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী কৃষক বন্ধুসহ মোর 35 টি সুবিধার জন্য আবেদন করতে পারবেন মানুষেরা। যে চারটি প্রকল্প এবারে দুয়ারে সরকার ক্যাম্পে যোগ করা হয়েছে সেগুলি হল বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকের নথিভুক্ত করণ, উদ্দাম পোর্টালে নথিভুক্তকরণ এবং হস্তশিল্পী এবং তাঁতি শিল্পীদের তালিকা নথিভুক্তকরণ।

    ২০২০ সালের শুরু হওয়ার রাজ্য সরকারের তরফ থেকে এই দুয়ারে সরকার শিবিরে মোট 4 লক্ষ 64 হাজার ২৮৪ শিবির গঠন করা হয়েছে। প্রায় ১০ কোটি রাজ্যবাসী এই শিবিরে উপকৃত হয়েছে। প্রায় সাত কোটি কুড়ি লাখেরও বেশি হয় পরিষেবা আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতন এবারেও খাদ্য শ্রী যুবশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী উপন্যাসটি ছাড়াও আরো কিছু সুবিধা পেতে পারবেন রাজ্যবাসীরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments