More
    Homeখবরপ্রথাগত তালিমের দাবী জানালেন কোয়াক ডাক্তারেরা।

    প্রথাগত তালিমের দাবী জানালেন কোয়াক ডাক্তারেরা।

    Today Kolkata :- ইনফরমাল নয় ফরমাল ট্রেনিংয়ের ব্যাবস্থা করুক স্বাস্থ্য দপ্তর। সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর কাছে তাদের এই দাবী জানালেন তৃনমুল প্রভাবিত গ্রামীন চিকিৎসক দের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ইনফরমাল হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারস এস্যোসিয়েশনের সদস্যরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন গ্রামীন চিকিৎসক দের ৬ মাসের ইনফরমাল ট্রেনিং এর ব্যাবস্থা করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষনাকে স্বাগত জানাবার পাশাপাশি প্রথাগত ট্রেনিং এর দাবী জানালেন কোয়াক ডাক্তারেরা।রবিবার দুপুরে জলপাইগুড়ি মিউনিসিপ্যাল মার্কেটের হলে জেলা সম্মেলন করেন তৃনমূল প্রভাবিত গ্রামীন চিকিৎসকেরা। এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় দেড় শতাধিক গ্রামীন চিকিৎসক উপস্থিত হয়। প্রথাগত তালিমের

    সংগঠনের চেয়ারম্যান হুমায়ুন রহমান বলেন গ্রামে গঞ্জে রাতে বিরেতে সাধারন মানুষের স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা হলে মানুষ এখোনও তাদের কাছে আগে ছুটে আসে। করোনা সংক্রমণের সময় যখন বিশিষ্ট চিকিৎসকদের গ্রামে গঞ্জে দেখা যায়নি তখন তারাই গ্রামের মানুষকে স্বাস্থ্য পরিসেবা দিয়েছে। তাদের আরও অভিযোগ বিভিন্ন যায়গায় দেখা যায় হাসপাতালের চিকিৎসকেরা তাদের বিরুদ্ধে লোক লেলিয়ে দেয়। তাদের ফরমাল ট্রেনিংয়ের ব্যাবস্থা করুক সরকার। একইসাথে তাদের নিরাপত্তার দাবীও তারা জানিয়েছেন। প্রথাগত তালিমের

    প্রথাগত তালিমের দাবী জানালেন কোয়াক ডাক্তারেরা।

    MORE NEWS – নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যাওয়ার নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হল নবদ্বীপের ভাগীরথী নদীতে।

    Today Kolkata :- নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যাওয়ার নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হল নবদ্বীপের ভাগীরথী নদীতে। মৃতের নাম কেশব দাস, বয়স আনুমানিক ১৭ বছর, বাড়ি নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরি দাসপাড়া এলাকায়। জানা যায়, গত শিবরাত্রির দিন বেথুয়াডহরির ভাগীরথী নদীর পাটুলি ঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় কেশব। এরপর দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তাঁর কোন হদিশ পায়নি বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা। শুক্রবার নবদ্বীপের ভাগীরথী নদী থেকে উদ্ধার হয় নিখোঁজ ওই যুবকের দেহ। পুলিশ মারফত খবর পেয়ে বাড়ির লোকেরা এসে তাঁর দেহ সনাক্ত করার পর দেহটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। CONTINUE READING 

    নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের ওপরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের মৎস মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments