More
    Homeজাতীয়প্রবল বর্ষণে জলমগ্ন মুম্বই সহ থানে, রায়গড় পালঘরের মতো মহারাষ্ট্রের একাধিক জেলা,...

    প্রবল বর্ষণে জলমগ্ন মুম্বই সহ থানে, রায়গড় পালঘরের মতো মহারাষ্ট্রের একাধিক জেলা, শহরজুড়ে জারি লাল সতর্কতা

    প্রবল বর্ষণে এখনও জলমগ্ন মুম্বই সহ থানে, রায়গড়, পালঘরের মতো মহারাষ্ট্রের একাধিক জেলা। আগামী তিন ঘণ্টা দুর্যোগ বাড়বে। ঘন ঘন বজ্রপাত, সেই সঙ্গে জোড়ো বাতাস বইবে বলে মৌসম ভবন সূত্রে খবর। তাই বাইরে বেরোন নাগরিকদের সতর্ক করেছে বৃহন্মুম্বই পুরসভা। আইএমডি-র তরফে জানানো হয়েছে, আজ ও আগামীকাল বর্ষণের বেগ বাড়বে। তাই বাণিজ্য নগরীর বেশ কিছু এলাকায় লাল এবং অন্যত্র কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ের গড় বৃষ্টিপাত ৭৯.৬৬ মিলিমিটার। অন্যদিকে পশ্চিম ও পূর্ব শহরতলিতে যথাক্রমে ৯২.৬৮ মিলিমিটার ও ৮৯.৩০ মিলিলিটার বৃষ্টি হয়েছে। পাশাপাশি দুশ্চিন্তা বাড়িয়েছে থানে, পালঘর। আগামী ১৫ জুন পর্যন্ত উপকূল সংলগ্ন জেলাগুলিতে প্রবল বাতাস এবং ভারী থেকে অতিভারী বর্ষণ দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে। শনিবার সকাল পূর্ব সিওন এবং আন্ধেরির জলমগ্ন একাধিক সাবওয়ের ছবি সামনে আসে। যার জেরে যান চলাচল, ট্রাফিক পরিষেবা সামাল দিতে হিমশিম খায় প্রশাসন। ১১টি বাস রুট পরিবর্তনের ঘোষণা করা হয়। নভি মুম্বইয়ের অনেক জায়গায় ম্যানহোল সারাইয়ের কাজ শুরু হওয়ায় রাস্তায় লম্বা জ্যাম চোখে পড়ে। আবহাওয়া বিভাগের অনুমান, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির বেগ বাড়তে চলেছে। আর সেটা সত্যি হলে নাগরিক জীবনকে সচল রাখার চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে বৃহন্মুম্বই পুরসভা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments