More
    Homeখবরবাকী মাত্র আর দুইদিন, আগামী মঙ্গলবার দিন সারা বিশ্ব মাতবে ঈদের খুশিতে।

    বাকী মাত্র আর দুইদিন, আগামী মঙ্গলবার দিন সারা বিশ্ব মাতবে ঈদের খুশিতে।

    মালদাঃ- বাকী মাত্র আর দুইদিন, আগামী মঙ্গলবার দিন সারা বিশ্ব মাতবে ঈদের খুশিতে। তাই আসন্ন ঈদ উপলক্ষ্যে শনিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রহমতপুর ফরজ কমিটির উদ্যোগে, এদিন রহমতপুর তরলতলা চত্বরে এক অনুষ্ঠান মাধ্যমে এলাকার দুঃস্থ এবং প্রতিবন্ধীদের মধ্যে বস্ত্রদান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও এদিন সন্ধায় ইফতার মহোফিলের আয়োজন করেন। এদিন ফরজ কমিটির সদস্যরা জানান এলাকার ৮০ জন দুঃস্থ এবং প্রতিবন্ধী মধ্যে শাড়ি, লুঙ্গি, সিমোই,চিনি ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। এবং ২০০ জন রোযাদার ব্যাক্তির ইফতারের ব্যবস্থা করেন। শাড়ি নিতে এসে রহমতপুর গ্রামের বাসিন্দা মেহেরুন বেওয়া বলেন, প্রতিদিন দু’বেলা অন্ন সংস্থানই যেখানে জটিল, সেখানে এই পরবে নতুন শাড়ি কেনার কথা ভাবা আমাদের কাছে বিলাসিতা। আজ পরবের আগে নতুন শাড়ি পেয়ে খুব ভালো লাগছে। রহমতপুর ফরজ কমিটির সদস্য সফিকুল আলম বলেন প্রতি বছরের ন্যায় এই বছরও আমার আসন্ন ঈদের আগে অসহায় দুঃস্থ মানুষ গুলির হাতে নতুন পোশাক তুলে দিতে পেরে খুব ভালো লাগছে।

    বাকী মাত্র আর দুইদিন, আগামী মঙ্গলবার দিন সারা বিশ্ব মাতবে ঈদের খুশিতে।

    MORE NEWS – মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ৫ই মে থেকে শুরু হতে চলেছে জনসংযোগ কর্মসূচি।

    মালদা:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ৫ই মে থেকে শুরু হতে চলেছে জনসংযোগ কর্মসূচি। তারি প্রস্তুতি সভা হিসেবে মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি চন্দনা সরকার, চেয়ারম্যান সময় মুখার্জি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। শনিবার কোর কমিটির সংস্থার সদস্য ও প্রত্যেকটি ব্লকের সভাপতি দের নিয়ে বৈঠক হয়। CONTINUE READING

    ফের নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও তুলে ভাইরাল করার অভিযোগ বোলপুরে।

    দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন ধরে বাড়তে শুরু করেছে গরম, তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ।

    রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তেরা এবার অভিযোগ জানালেন দেশের রাষ্ট্রপতিকে।

    যুবতীর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নৈহাটি বিজয়নগর এলাকায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments