More
    Homeখবরবিজেপির বুথ সভাপতির মৃত্যু আত্মহত্যার দিকেই ঈঙ্গিত জানালেন পুলিশ সুপার

    বিজেপির বুথ সভাপতির মৃত্যু আত্মহত্যার দিকেই ঈঙ্গিত জানালেন পুলিশ সুপার

    Today Kolkata:-  বিজেপির বুথ সভাপতির মৃত্যু আত্মহত্যার দিকেই ঈঙ্গিত জানালেন পুলিশ সুপার। বালুরঘাটে বিজেপির বুথ সভাপতির মৃত্যু আত্মহত্যার দিকেই ঈঙ্গিত করছে, পোস্টমর্টেম রিপোর্ট আসার পর সাংবাদিক বৈঠক করে জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে।

     

    উল্লেখ্য, মঙ্গলবার বালুরঘাট ফরেস্ট থেকে বালুরঘাট ব্লকের ৫নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ির ৭৫নং বুথের বিজেপির বুথ সভাপতি সমীর পাহান-এর মৃতদেহ একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর থেকে শোরগোল পড়ে যায় দক্ষিণ দিনাজপুর জেলা তথা রাজ্য রাজনীতিতে। ট্যুইট করে ঐ বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ তোলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এমনকি তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা খুন করেছে সমীর পাহান-কে এই অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবী করে বুধবার বালুরঘাট থানার সামনে বিক্ষোভ সমাবেশও করে বিজেপি। যদিও বুধবার সন্ধায় সাংবাদিক বৈঠক করে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে স্পষ্ট জানিয়ে দেন সমীর পাহান-এর মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট তারা পেয়েছেন।

     

    তিনি বলেন ডাক্তারের পোস্টমর্টেমে আপাতত বোঝা যাচ্ছে এটি আত্মহত্যা। তিনি এও জানান সমীর পাহান-এর দেহে আঘাত বা কোন জখম ছিল না, পোস্টমর্টেম রিপোর্ট তারা পেয়েছেন সেই হিসাবে তাদের তদন্ত এগোচ্ছে। সমীর পাহান-এর মৃত্যু খুন কিনা এই প্রশ্নের উত্তরে পুলিশ সুপার রাহুল দে বলেন খুন কিনা এটা তদন্তের বিষয় এত তাড়াতাড়ি কিছু বলা যাবে না।

    Kolkata to Kuchbihar Flight Service মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে কলকাতা-কোচবিহার উড়ান পরিষেবা।

    উল্লেখ্য,  বালুরঘাটে বিজেপির বুথ সভাপতির মৃত্যু আত্মহত্যার দিকেই ঈঙ্গিত করছে, পোস্টমর্টেম রিপোর্ট আসার পর সাংবাদিক বৈঠক করে জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে। উল্লেখ্য, মঙ্গলবার বালুরঘাট ফরেস্ট থেকে বালুরঘাট ব্লকের ৫নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ির ৭৫নং বুথের বিজেপির বুথ সভাপতি সমীর পাহান-এর মৃতদেহ একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর থেকে শোরগোল পড়ে যায় দক্ষিণ দিনাজপুর জেলা তথা রাজ্য রাজনীতিতে। ট্যুইট করে ঐ বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ তোলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments