More
    Homeখবরবিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি।

    বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি।

    মালদাঃ- বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি। অগ্নিকাণ্ডটি ঘটেছে শুক্রবার রাত সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের বৈজনাথপুর গ্রামে। ঘটনা স্থলে দমকলের দুটি ইঞ্জিন এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। এই নিয়ে গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন পিতা সায়েদ আলি ও তার পাঁচ ছেলে হাসেন আলি, হুসেন আলি, এক্রামূল হক, নাজিমূল হক ও বাদল আলি। তবে আগুনে হতাহতের কোনো খবর না থাকলেও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে পাঁচ ভাইয়ের মোট ২৪ টি বাড়ি, তিনটি গোবাদি পশু, পাঁচটি বাইক, আসবাবপত্র,নগদ টাকা,অলঙ্কার এবং বাড়িতে মজুত রাখা শস্য,জমির দলিল ও ঘরের টিন সহ প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান।

    পরিবার সূত্রে জানা যায় বাড়িতে গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় সিলিন্ডার ফেটে আচমকাই আগুন ধরে যায় রান্না ঘরে। এরপরেই চোখের নিমেষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। একেরপর এক আগুন লেগে যায় আরও ২৩টি বাড়িতে। পাঁচ ভাইয়ের বাড়ি গ্রামের বাইরে ফাঁকা মাঠে থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে এলাকার বিশেষ কেউ হাত লাগাতে পারেনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। প্রায় চার ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনী। বর্তমানে পরিবার গুলি পলিথিন টাঙিয়ে বাঁধের উপর খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে।

    বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি।

    MORE NEWS – ধার দেওয়া টাকা চাইতে গিয়ে বন্ধু ও তার দলবলের হাতে আক্রান্ত হলেন দিনমজুর যুবক।

    মালদা, ৩ মার্চ :-  ধার দেওয়া টাকা চাইতে গিয়ে বন্ধু ও তার দলবলের হাতে আক্রান্ত হলেন দিনমজুর যুবক। ধার দেওয়া ৩৬০০ টাকা চাইতে গিয়ে দিনমজুর যুবককে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো দুই বন্ধু ও তার দলবলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার কাঞ্চনজঙ্ঘাপল্লী এলাকায়। গুরুতর জখম ওই যুবককে রাতেই চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় আক্রান্ত যুবকের পরিবার হামলাকারী পিন্টু চৌধুরী, রাকেশ পোদ্দারসহ তার দলবলের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments