More
    Homeখবরলক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা মমতার, মিলবে পেনশনও

    লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা মমতার, মিলবে পেনশনও

    Today Kolkata; একেবারে পঞ্চায়েত ভোটমুখী বাজেট পেশ করেছে রাজ্য সরকার। গ্রামীণ এলাকার উন্নয়নে বেশি জোর দেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেটা লক্ষ্মীর ভান্ডার। পঞ্চায়েত ভোটের আগে আরও একটা মাস্টার স্ট্রোক বললে ভুল হবে মমতা সরকারের। এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেনশনও পাবেন মহিলারা। এতদিন ৬০ বছরের আগে পর্যন্ত হাত খরচের টাকা পেতেন তাঁরা। এবার ৬০ বছর হয়ে গেলে এই প্রক্লে ১০০০ টাকা করে হাতখরচ পাবেন তাঁরা।

     

    বাজেটে এই প্রকল্পকে লক্ষ্মীর ভান্ডার পেনশন প্রকল্প নাম দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি এখনও পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প রাজ্য সরকারের। সেই প্রকল্পে পেনশন স্কিম জুড়ে একেবারে পঞ্চায়েত ভোটের জয়ের পথ সুগম করেছেন তিনি। বার্ধক্য ভাতা বলে আলাদা কিছু না রেখে সব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এতে সুগম হয়েছে মহিলা ভোট প্রাপ্তির পথ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ঘোষণার পরেই একুশের বিদানসভা ভোটে মহিলা ভোটারদের মন জয় করে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভোটের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি নির্বাচনের পরেই কার্যকর করেছিলেন তিনি।

    আরও পড়ুন – ট্রেনে অগ্নিসংযোগ এর ঘটনা এড়াতে অটোমেটিক ফায়ার ডিটেকশন এলার্ম ব্যবস্থাপনায় যাচ্ছে রেল

    একুশের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে রাজ্যের সব মহিলারা যাঁরা সরকারি চাকরি করেন না তাঁরা প্রতিমাসে হাত খরচের জন্য ৫০০ টাকা করে হাত খরচ পাবেন বলে ঘোষণা করা হয়। তার পরেই দুর্গাপুজোর আগেই সেই প্রকল্প কার্যকর করেন মুখ্যমন্ত্রী। তাই নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা।

     

    ইতিমধ্যেই সেই টাকা বাড়িয়ে ৭০০ করে দেওয়া হয়েছে। আবার পেনশনও এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে প্রতিমাসে ১০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে এই প্রকল্পে। অর্থাৎ এবার ৬০ বছর হয়ে গেলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকবেন রাজ্যের সব মহিলারা। ভোটমুখী

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments