More
    Homeআন্তর্জাতিকভ্যাকসিন নিলেই মিলবে বিনামূল্যে গাঁজা, টিকাকরণের হার বাড়াতে নয়া পন্থা আমেরিকায়

    ভ্যাকসিন নিলেই মিলবে বিনামূল্যে গাঁজা, টিকাকরণের হার বাড়াতে নয়া পন্থা আমেরিকায়

    করোনার প্রকোপ কিছুটা থেমেছে। কিন্তু তাই বলে তো আর টিকা দেওয়ার কাজ বন্ধ করলে চলবে না। মার্কিন মুলুকে নাগরিকদের ভ্যাকসিন নিতে উত্‍সাহ দানের জন্য এবার তাই নয়া পন্থা অবলম্বন করল সরকার। ভ্যাকসিন নিলেই মিলবে বিনামূল্যে গাঁজা। ওয়াশিংটনে সম্প্রতি নাগরিকদের এমন প্রস্তাব দেওয়া হচ্ছে। ওষুধের দোকানগুলিতে এই নিয়ম চালু করা হয়েছে। বলা হয়েছে, ভ্যাকসিন নিতে এলে বিনামূল্যে একটি করে গাঁজা পাবেন ক্রেতারা। তবে অবশ্যই তার জন্য বয়সের মাপকাঠি খেয়াল রাখতে হবে। ২১ বছর বা তার বেশি বয়সিরাই গাঁজা পাবেন দোকান থেকে।ওয়াশিংটনে মারিজুয়ানা বিক্রি বৈধতা পেয়েছিল ২০১২ সালে। ওয়াশিংটনে আপাতত টিকাকরণে হার কমে এসেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সেখানে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন মাত্র ৫৪ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক। এই গতি আরও বাড়ানোর জন্য, মানুষকে ভ্যাকসিন নিতে উত্‍সাহ দেওয়ার জন্য একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার। গত মাসে বার এবং মদের দোকানগুলিতেও এই ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, ভ্যাকসিন নিতে এলেই বিনামূল্যে মদ খেতে পারবেন ক্রেতারা। ভ্যাকসিন নিলে গাঁজা পাওয়ার এই অফার অবশ্য চিরদিনের নয়। আপাতত ১২ জুলাই পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। তার মধ্যেই টিকাকরণ বাড়াতে চাইছে মার্কিন সরকার। টিকাকরণের হার বাড়াতে শুধু ওয়াশিংটনেই নয়, মার্কিন মুলুকের একাধিক জায়গাতেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়াতে চালু হয়েছে ভ্যাকসিন লটারি। যেখানে ভ্যাকসিন নিলে নগদ টাকা কিংবা কলেজের স্কলারশিপ দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন দোকানে ভ্যাকসিন নিলে বিনামূল্যে জিনিসও দেওয়া হচ্ছে বলে খবর। খেলার টিকিট, বিমানের টিকিট এমনকি বিনামূল্যে বিয়ারও দিচ্ছেন কেউ কেউ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments