More
    Homeজাতীয়'মদ কিনতে হলে ক্রেতাকে ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে আসতে হবে, অভিনব নিদান

    ‘মদ কিনতে হলে ক্রেতাকে ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে আসতে হবে, অভিনব নিদান

    করোনাভাইরাসের টিকার সংশাপত্র না দেখালে মিলবে না মদ। উত্তরপ্রদেশের ইটাওয়াহ জেলার সাইফাইয়ের একাধিক মদের দোকানের বাইরে এমনই নির্দেশিকা ঝোলানো হয়েছে। অভিনব এই নির্দেশিকা ঘিরেই হইচই পড়ে গিয়েছে। বিক্রেতাদের দাবি, মহকুমা শাসকের নির্দেশ অনুসারেই এ ধরণের পদক্ষপ করা হয়েছে।

    সংবাদ সংস্থা এএনআইকে সাইফাইয়ের এক মদ বিক্রেতা বলেছেন, ‘মদ কিনতে হলে ক্রেতাকে ভ্যাকসিন সার্টিফিকেটনিয়ে আসতে হবে। একমাত্র ওই সার্টিফিকেট দেখার পরই মদ দেওয়া হচ্ছে।’ কিন্তু হঠাত্‍ কেন এই ধরণে পদক্ষেপ? বিক্রেতার সাফ যুক্তি, মহকুমা শাসক নজরদারিতে এসে ওই নির্দেশ দেন। যা মদের দোকানের মালিকরা মেনে নিয়েছেন। তারপরই সব মদের দোকানের বাইরে মদ কিনতে হলে ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শন বাধ্যতামূলক বলে বোর্ড ঝোলান হয়েছে।

    যদিও ইটাওয়াহ জেলা আবগারি অফিসার কমল কুমার শুক্লা এ ধরণের কোনও নির্দেশিকা জারির বিষয়টি অস্বীকার করেছেন। কমল কুমার শুক্লার কথায়, ‘এমন কোনও অর্ডার আমাদের কাছে এখনও এসে পৌঁছায়নি। তবে টিকাকরণে উত্‍সাহ দিতে মহকুমা শাসকের এই নির্দেশিকা বলে মনে করছি।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments