More
    Homeখবরমালদহের হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ৬ জুয়াড়ি, ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হলো।

    মালদহের হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ৬ জুয়াড়ি, ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হলো।

    হরিশ্চন্দ্রপুর;১৪মার্চ:- মালদহের হরিশ্চন্দ্রপুরের একটি ইটভাটা থেকে গতকাল গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬ জুয়াড়ি গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে চার হাজার টাকা নগদ বোর্ড মানি সহ বেশ কয়েকটি মোবাইল ও দুই টি মোটর-সাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃত ওই ছয় জুয়ারির নাম নাইরুল্ হক, খাবিরুল ইসলাম, আকিল জাবেদ, পীল মোহাম্মদ, মোহাম্মদ নাজমুল হক, তেজ নারায়ন পাশওয়ান। এদের প্রত্যেকের বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার খাড়া গ্রাম এবং তালসুর গ্রামে। তাদের সোমবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।মালদহের হরিশ্চন্দ্রপুরে

    পুলিশ সূত্রে জানা যায় গতকাল গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একটি ইটভাটা থেকে গভীর রাত্রে হানা দিয়ে এই ৬ জন জুয়াড়ি কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নগদ চার টাকার বোর্ড মানি সহ পাঁচ খানা মোবাইল এবং দুইটি মোটর-সাইকেল উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আই সি সঞ্জয় কুমার দাস জানান আমরা গতকাল গভীর রাত্রে ওই ছয় জন জুয়াড়িকে একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করি। আজকে আমরা ওই ছয়জনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে। মালদহের হরিশ্চন্দ্রপুরে

    মালদহের হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ৬ জুয়াড়ি, ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হলো।

    MORE NEWS – শান্তিনিকেতনের আদলে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব।

    মালদা:- মালদা শিল্পী সংসদের উদ্যোগে এবং মালদা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে আগামী ১৮ই মার্চ সকাল ৬ টা থেকে শান্তিনিকেতনের আদলে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। করোনা ভাইরাস আবহের কারণে গত দু’বছর ধরে সেরকম ভাবে বসন্ত উৎসব পালিত না হলেও গতবার থেকেই জেলা ক্রীড়া সংস্থার মাঠে কোনরকমে উৎসবের আয়োজন করলেও প্রচুর মানুষের সমাগম দেখা দিয়েছিল। কিন্তু এবার করণার পরিস্থিতি সে আকারে না থাকায় বিশাল আকারে শান্তিনিকেতনের আদলেই অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, এবারে বসন্ত উৎসবকে শান্তিনিকেতন এর আদলে ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক শিল্পীসহ মালদা বাসীরা প্রবেশ পত্র দিয়ে ভেতরে প্রবেশ করবেন। এছাড়া পরিবেশ রক্ষার্থে কেউ যাতে প্লাস্টিক ক্যারি ব্যাগে আবির না নিয়ে কাগজের প্যাকেটে বা থালায় আবির নিয়ে ভেতরে প্রবেশ করেন তার আহ্বানও জানান। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments