More
    Homeখবরমালদা জেলা প্রশাসনের নির্দেশ মতোই বামনগোলা থানার উদ্যোগে চলছে নাকা চেকিং।

    মালদা জেলা প্রশাসনের নির্দেশ মতোই বামনগোলা থানার উদ্যোগে চলছে নাকা চেকিং।

    মালদাঃ- মালদা জেলা প্রশাসনের নির্দেশ মতোই বামনগোলা থানার উদ্যোগে চলছে নাকা চেকিং রীতিমতো নাকা চেকিং এর মাধ্যমে দেখা হচ্ছে কোন ভাবে ইললিগাল বা বেআইনি যেসব জিনিসপত্র, যেমন আর্মস, ব্রাউন সুগার এই ধরনের কোন সামগ্রিক পার হচ্ছে কিনা সেদিকে নজর রেখে দৈনিক নাকা চেকিং চলে। এবং সামনেই রয়েছে পবিত্র ঈদ তাই কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে চালানো হচ্ছে নাকা চেকিং।বিশেষ করে বামনগোলা তিনটি অঞ্চল রয়েছে বর্ডার এরিয়া সেদিকে নজর রেখে দৈনিক চালানো হয় নাকা চেকিং যাতে কোনরকম বেআইনি কোন কিছু পারাপার না হয়।সোমবার বারো মাইল নাকা পয়েন্টে সকাল থেকেই চালানো হচ্ছে নাকা চেকিং এবং বিভিন্ন বাইক আরোহীরা হেলমেট ছাড়া দ্রুতগতিতে গাড়ি চালালে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    মালদা জেলা প্রশাসনের নির্দেশ মতোই বামনগোলা থানার উদ্যোগে চলছে নাকা চেকিং।

    MORE NEWS – বাকী মাত্র আর দুইদিন, আগামী মঙ্গলবার দিন সারা বিশ্ব মাতবে ঈদের খুশিতে।

    মালদাঃ- বাকী মাত্র আর দুইদিন, আগামী মঙ্গলবার দিন সারা বিশ্ব মাতবে ঈদের খুশিতে। তাই আসন্ন ঈদ উপলক্ষ্যে শনিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রহমতপুর ফরজ কমিটির উদ্যোগে, এদিন রহমতপুর তরলতলা চত্বরে এক অনুষ্ঠান মাধ্যমে এলাকার দুঃস্থ এবং প্রতিবন্ধীদের মধ্যে বস্ত্রদান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও এদিন সন্ধায় ইফতার মহোফিলের আয়োজন করেন। এদিন ফরজ কমিটির সদস্যরা জানান এলাকার ৮০ জন দুঃস্থ এবং প্রতিবন্ধী মধ্যে শাড়ি, লুঙ্গি, সিমোই,চিনি ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। এবং ২০০ জন রোযাদার ব্যাক্তির ইফতারের ব্যবস্থা করেন। শাড়ি নিতে এসে রহমতপুর গ্রামের বাসিন্দা মেহেরুন বেওয়া বলেন, প্রতিদিন দু’বেলা অন্ন সংস্থানই যেখানে জটিল, সেখানে এই পরবে নতুন শাড়ি কেনার কথা ভাবা আমাদের কাছে বিলাসিতা। আজ পরবের আগে নতুন শাড়ি পেয়ে খুব ভালো লাগছে। CONTINUE READING

    পূর্ব মেদিনীপুর জেলা দীঘা শহরে, 24 ঘন্টা কেটে গেলেও বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না এলাকার বাসিন্দারা।

    উত্তর নারায়ণপুর মোড়ে গ্যাস বোঝায় লরির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়।

    কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত, আটক সিআইএসএফ জওয়ান।

    তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মে দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির কান্দিতে।

    বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে জলপাইগুড়ি শহরে মিছিল যুব সংগঠন এআইডিওয়াই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments