More
    Homeরাজ্যমাস্ক না পরলে বাসে উঠতে দেওয়া হবে না, করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ...

    মাস্ক না পরলে বাসে উঠতে দেওয়া হবে না, করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ বাস সংগঠনগুলির

    করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল বাস সংগঠনগুলি। তারা জানিয়ে দিয়েছেন, মুখে মাস্ক না থাকলে আর বাসে উঠতে দেওয়া হবে না কোনও যাত্রীকে। বাস চালক ও কনডাক্টরদেরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। যদিও নিয়ম কতটা মানবেন বাসচালক-যাত্রীরা, তা সময় বলবে।

    হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার দৈনিক সংক্রমণ এ বার ১৪ হাজারের গণ্ডি ছাপিয়ে গিয়েছে। যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন। এর মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারের কাছাকাছি পৌঁছেছে। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ মাস্ক ছাড়া বেরোচ্ছেন রাস্তায়। মুখে মাস্ক নেই কেন? প্রশ্ন শুনতেই সটান দৌড়, অনেকে আবার এড়িয়ে যান। ন্যূনতম কোভিড বিধি মানার লক্ষণ নেই। মাস্ক থাকলেও অনেকেরই তা ঝুলছে হয় থুতনিতে, নতুবা গলায়! তাই এবার ভাইরাস রুখতে কঠোর হল বাস সংগঠন। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নির্দেশিকায় বলা হয়েছে, যাত্রীদের পাশাপাশি বাস চালক ও কনডাক্টরদেরও পরা বাধ্যতামূলক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments