More
    Homeজাতীয়করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন জনপ্রিয় সংগীত শিল্পী ডেরেক জুলিয়েন

    করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন জনপ্রিয় সংগীত শিল্পী ডেরেক জুলিয়েন

    করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন জনপ্রিয় সংগীত শিল্পী ডেরেক জুলিয়েন। পাশ্চাত্য সংগীতকে এদেশে জনপ্রিয় করে তোলবার পিছনে পুনের এই গিটারিস্টের অবদান অনস্বীকার্য। তবে রবিবার থেমে গেল ডেরেক জুলিয়েনের সুরের ঝংকার। গত কয়েকদিন ধরেই কোভিড সংক্রমণের জেরে ভুগছিলেন ৭০ বছর বয়সী এই শিল্পী। ভারতের অন্যতম সেরা ব্লুজ জঁরের এই সংগীত শিল্পী কোভিড পজিটিভ হওয়ার দরুণ পুনের জাহাঙ্গীর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এপ্রিলের শুরুতেই। এরপর দ্রুত তাঁর অবস্থার অবনতি হয়, গত কয়েক সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন ডেরেক জুলিয়েন। চিকিত্সার খরচ বইতে না পারবার জেরে পরিবারের তরফে আর্থিক সাহায্যের আর্জিও রাখা হয়েছিল জুলিয়েনের বিমুগ্ধ শ্রোতা-দর্শকদের কাছে।এই সিনিয়ার গিটারিস্টকে আর্থিক সাহায্যের জন্য গত ১২ এপ্রিল গোয়ায় একটি ছোট্ট সংগীত কনসার্টেরও আয়োজন করা হয়েছিল। কাজে এল না হাজারো অনুরাগীর প্রার্থনা না-ফেরার দেশে চলে গেলেন ডেরেক জুলিয়েন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments