More
    Homeখবরমেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা এবং ঝাড়গ্রাম জেলার যৌথ উদ্যোগে ২১ শে...

    মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা এবং ঝাড়গ্রাম জেলার যৌথ উদ্যোগে ২১ শে জুলাই প্রস্তুতি সভা।

    Today Kolkata:- আর হাতে মাত্র আর দুই দিন। তার পর ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চত্তর কালো মাথায় পরিপূর্ণ হয়ে উঠবে। তৃনমূল কংগ্রেসের কর্মীবৃন্দ ধর্মতলা চলো অভিযান সফল করতে আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছে। এলাকায় এলাকায় মিছিল মিটিং পথসভার মাধ্যমে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ধর্মতলা চলো অভিযান সফল করতে আহ্বান জানান নেতৃবৃন্দ। আজকে মেদিনীপুর জেলা পরিষদের প্রদ্যুত স্মৃতি সদনে অল বেঙ্গল তৃনমূল পি, এইচ ই কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন এর ডাকে মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা এবং ঝাড়গ্রাম জেলার যৌথ উদ্যোগে মহা সম্মেলন এর মাধ্যমে ২১ শে জুলাই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    এই সম্মেলনে উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, মন্ত্রী হুমায়ূন কবির, মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা সভাপতি শৈবাল গিরি, দুই সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, আশীষ হুদাইত, টেলিকম টাওয়ার ইউনিয়নের এর রাজ্য সাধারণ সম্পাদক সুশান্ত পাল, খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই প্রস্তুতি সভায় প্রত্যেক বক্তাই দলীয় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ধর্মতলার শহীদ দিবস কে সফল করতে হবে বলে বার্তা দেন।

    মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা এবং ঝাড়গ্রাম জেলার যৌথ উদ্যোগে ২১ শে জুলাই প্রস্তুতি সভা।

    Malda Medical College মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক যুবকের।

    হলদিয়া পৌরসভা এবং হলদিয়া রিফাইনারীর যৌথ উদ্যোগে হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ডের উদ্বোধন।

    কেন্দ্রের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, যুব সভাপতি এর উদ্যোগে আশাপুরে পথ মিছিল।

    শহীদ স্মরণে প্রতিবছর একুশে জুলাই ধর্মতলায় সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    Aktara anchal একতারা অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ধর্মতলায় একুশে জুলাই শহীদ স্মরণে প্রস্তুতি সভা।

    MORE NEWS – নটী বিনোদিনী আর্ট গেলারিতে অ্যাস্থেটিক আর্ট ইন্টারন্যাশনাল-এর তৃতীয় বর্ষ আর্ট এক্সিবিশন-২০২২।

    এক ঝাঁক নক্ষত্র খচিত চিত্রশিল্পী নিয়ে আজ উত্তর কলকাতা হাতিবাগান নটী বিনোদিনী আর্ট গেলারিতে অ্যাস্থেটিক আর্ট ইন্টারন্যাশনাল-এর তৃতীয় বর্ষ আর্ট এক্সিবিশন-২০২২-এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী ও কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র, বিশেষ অতিথি বিখ্যাত তালবাদ্য শিল্পী, সুরকার পন্ডিত মল্লার ঘোষ, বিশিষ্ট বাচিক শিল্পী, অভিনেত্রী মল্লিকা ঘোষ, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments