More
    Homeজাতীয়রঙের উত্‍সবের দিন রণক্ষেত্র বৃন্দাবন, পুলিশ এবং আরএসএস সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ

    রঙের উত্‍সবের দিন রণক্ষেত্র বৃন্দাবন, পুলিশ এবং আরএসএস সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ

    রঙের উত্‍সবের দিন রণক্ষেত্রের রূপ নিল বৃন্দাবন। পুলিশ এবং আরএসএস সমর্থকদের মধ্যে চললো খণ্ডযুদ্ধ।অশান্তিকে কেন্দ্র করে পুলিশকর্মীদের উপরে চড়াও হওয়ার অভিযোগ উঠল আরএসএস ও বিজেপির (BJP) সমর্থকদের বিরুদ্ধে। পরে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় এক পুলিশকর্মীকে হেলমেট দিয়ে মারছে এক যুবক। তিনি সরে যাওয়ার পরেও ফের তাঁকে মারতে তাড়া করছে অভিযুক্তরা। ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

    রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের জেলা প্রচারক মনোজ কুমার শনিবার দুপুরে যমুনা নদীতে স্নান করতে যান। তখন তিনি রেলিং পার হয়ে নদীতে নেমেছিলেন। সেই সময় তাঁকে পুলিশকর্মীরা জলে নামতে মানা করেন। মনোজের অভিযোগ, এরপর তাঁর সঙ্গে পুলিশের বচসা শুরু হলে পুলিশকর্মীরা এসে তাঁকে মারধর করেন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই আরএসএস ও বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় জমায়েত শুরু করে। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে কর্মীরা। তারা ২-৩ জন পুলিশকর্মীদের উপরেও চড়াও হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।এক পুলিশকর্মীকে হেলমেট দিয়ে মারতে থাকে এক যুবক। তিনি সরে যাওয়ার পরও তাকে মারতে মারতে তাড়া করে। পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মথুরার ইউনাইটেড জেলা হাসপাতালের সামনে অনশনে বসেন বিজেপি মহানগর সভাপতি বিনোদ আগরওয়াল।এর পরে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments