More
    Homeখবররাজ্যের কোথায় আলুর দাম কত, জানুন

    রাজ্যের কোথায় আলুর দাম কত, জানুন

    Today Kolkata:-  রাজ্যের কোথায় আলুর দাম কত, জানুন। এবার আবার সঠিক আবহাওয়ার কারণে ব্যাপক উৎপাদনের আশা করছেন কৃষকরা। আর সেই কারণে তাদের আশঙ্কা আলুর দাম হবে না মাঠে বা চাষিবাড়িতে। রাজ্যে আলুর ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এবারও এই সমস্ত জেলাগুলিতে গত কয়েক বছরের তুলনায় জলদি আলুর ফলন হয়েছে বাম্পার। জ্যোতি আলু ওঠা শুরু হয়েছে।

    আলিপুরদুয়ার: ১৭৫-২০০ টাকার মধ্যে

    দিনহাটা (কোচবিহার): ১৭৫-১৮০

    কোচবিহার: ১৭৫-১৮০ টাকা

    জলপাইগুড়ি: ১৭০-১৭৫ টাকা

    ধূপগুড়ি (জলপাইগুড়ি); ১৭৫

    আমলাগোরা (মেদিনীপুর): ২৫০ টাকা

    বদনগঞ্জ: ২৪০ টাকা

    বেলিয়াতোড়: ২০০-২০৫ টাকা

    বাঁকাদহ: ২৪০ টাকা

    চমকাইতলা: ২৪০

    চাতরা: ২৩০-২৪০ টাকা

    চন্দ্রকোনা রোড: ২০০-২০৫ টাকা

    গড়বেতা: ২৫০ টাকা

    জোরকা: ২৩০-২৩৫

    জয়পুর: ২৩০-২৪০ টাকা

    কারালাঘাট-জামালপুর (পূর্ব বর্ধমান): ২৮৫ টাকা

    কলকাতা: ৩০০-৩২০ টাকা

    কোতুলপুর: ২২০-২৩৫ টাকা

    কুমরুল: ৩১০-৩১৫ টাকা

    মাথাভাঙা (কোচবিহার): ১৬৫-১৭০ টাকা

    মসাগ্রাম: ২৩০-২৮০ টাকা

    ময়নাপুর: ২৩০-২৩৫ টাকা

    সোনামুখি: ২২০-২২৫ টাকা

    সুরে কালনা: ২৯০ টাকা

    উদয় নারায়ণপুর:  ২৮০ টাকা

    পাণ্ডুয়া: ২৮০-২৯০ টাকা

    তারকেশ্বর: ৩১০-৩২০ টাকা

    সাম্প্রতিক তথ্যের ওপর ভিত্তি করে আলুর দাম প্রকাশ করা হয়েছে। জায়গা ও কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় আলুর দাম ভিন্ন হতে পারে।

    আরও পড়ুন – DA কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সরকারি কর্মচারী সংগঠন।

    উল্লেখ্য, এবার আবার সঠিক আবহাওয়ার কারণে ব্যাপক উৎপাদনের আশা করছেন কৃষকরা। আর সেই কারণে তাদের আশঙ্কা আলুর দাম হবে না মাঠে বা চাষিবাড়িতে। রাজ্যে আলুর ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এবারও এই সমস্ত জেলাগুলিতে গত কয়েক বছরের তুলনায় জলদি আলুর ফলন হয়েছে বাম্পার। জ্যোতি আলু ওঠা শুরু হয়েছে। আলিপুরদুয়ার: ১৭৫-২০০ টাকার মধ্যে দিনহাটা (কোচবিহার): ১৭৫-১৮০ কোচবিহার: ১৭৫-১৮০ টাকা জলপাইগুড়ি: ১৭০-১৭৫ টাকা ধূপগুড়ি (জলপাইগুড়ি); ১৭৫ আমলাগোরা (মেদিনীপুর): ২৫০ টাকা বদনগঞ্জ: ২৪০ টাকা বেলিয়াতোড়: ২০০-২০৫ টাকা বাঁকাদহ: ২৪০ টাকা চমকাইতলা: ২৪০ চাতরা: ২৩০-২৪০ টাকা চন্দ্রকোনা রোড: ২০০-২০৫ টাকা গড়বেতা: ২৫০ টাকা জোরকা: ২৩০-২৩৫ জয়পুর: ২৩০-২৪০ টাকা কারালাঘাট-জামালপুর (পূর্ব বর্ধমান): ২৮৫ টাকা কলকাতা: ৩০০-৩২০ টাকা

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments