More
    Homeরাজনৈতিকরাত পোহালেই শুরু বাংলার প্রথম দফার নির্বাচন, কোথায় ও কতগুলি আসনে? জানুন...

    রাত পোহালেই শুরু বাংলার প্রথম দফার নির্বাচন, কোথায় ও কতগুলি আসনে? জানুন সব তথ্য

    আগামী কাল থেকে শুরু হচ্ছে বাংলার প্রথম দফার নির্বাচন। মূলত জঙ্গলমহল ও মেদিনীপুরের আসনগুলির মধ্যে হবে ভোটগ্রহণ। মোট ৩০টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। একনজর দেখে নিন আসনগুলির নাম বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি, খড়গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর, বিনপুর,বান্দোয়ান, বলরামপুর। সকাল ৮টা থেকে সম্ভবত ভোট দেওয়া শুরু হবে। শেষ হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে থাকবে লাঠিধারী রাজ্য পুলিশও। বাংলায় এবার ৩১ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি। এ বছর পশ্চিমবঙ্গে ১ লক্ষ ১ হাজার ৯১৬টি ভোটকেন্দ্র থাকবে।

    বাংলায় মোট ৮ দফার নির্বাচন। ফল প্রকাশ হবে ৮ মে।  দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১ এপ্রিল। তৃতীয় দফার ভোট গ্রহণ হবে ৬ এপ্রিল, চতুর্থ দফা ১০ এপ্রিল, পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল, ষষ্ঠ দফার ভোটগ্রহণ ২২ এপ্রিল, সপ্তম দফার ভোট ২৬ এপ্রিল ও অষ্টম দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। দ্বিতীয় দফাতেও ৩০টি আসনে চলবে ভোটগ্রহণ। পশ্চিম মেদিনীপুর (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগনা (১) অন্তর্গত বিধানসভাগুলিতে হবে নির্বাচন। তৃতীয় দফাতে মোট ৩১টি আসনে হবে নির্বাচন।  চতুর্থ দফায় মোট ৪৪টি আসনে হবে ভোটগ্রহণ। হাওড়া পার্ট ২ , হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ার হবে ভোট।

    পঞ্চম দফায় মোট ৪৫টি আসন হবে ভোটগ্রহণ। উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হবে নির্বাচন। ষষ্ঠ দফায় ৪৩টি আসনে হবে নির্বাচন  নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর হবে ভোট। সপ্তম দফায় মোট ৩৬টি আসনে ভোটগ্রহণ। মালদহ ১, মুর্শিদাবাদ ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুরে হবে ভোট। শেষ অর্থাৎ অষ্টম দফায় ভোট হবে ৩৫টি আসনে। মালদহ ২, মুর্শিদাবাদ ২,কলকাতা উত্তর, বীরভূমে হবে নির্বাচন।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments