More
    Homeজাতীয়ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আর স্কুলে যেতে হবে না ক্লাস নাইন ও...

    ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আর স্কুলে যেতে হবে না ক্লাস নাইন ও টেনের পড়ুয়াদের, ঘোষণা সিবিএসই-র

    ল্যাবরেটরিতে হাতেকলমে বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষা শেখার জন্য আর স্কুলে আসতে হবে না সিবিএসই বোর্ডের ক্লাস নাইন ও টেনের (Class IX, X) পড়ুয়াদের। সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, সাবলিমেশন, ফিলট্রেশন, এভাপোরেশনের মতো পরীক্ষাগুলি পড়ুয়ারা বাড়িতেই করতে পারবেন, সহজলভ্য জিনিসপত্র দিয়েই।

    ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আর স্কুলে যেতে হবে না ক্লাস নাইন ও টেনের পড়ুয়াদের, ঘোষণা সিবিএসই-র

    Read More-এবার ভুয়ো কার্ড ধরতে ডিজিটাল স্বাস্থ্যসাথী কার্ড, পদক্ষেপ নবান্নের

    এ বিষয়ে সমস্ত নির্দেশিকা ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হবে স্কুলের তরফে। পাঠ্যবইয়ে লিখিত গাইডেন্সও থাকবে। যেমন, উদাহরণ দিয়ে বলা হয়েছে, সাবলিমেশন, ফিলট্রেশন, এভাপোরেশনের মতো পরীক্ষাগুলির জন্য প্লাস্টিকের বোতল, ইনসুলেশন টেপ, তুলো, স্কেল, চামচ, নুন, বালি, আইসক্রিমের চামচ- এসব থাকলেই হবে। বোর্ডের তরফে পড়ুয়াদেরও নির্দেশিকা পাঠানো হয়েছে, তারা কীভাবে ধাপে ধাপে ল্যাবের প্রয়োজনীয় পরীক্ষাগুলি বাড়িতেই করতে পারবে। শিক্ষামহলের তরফে স্বাগত জানানো হয়েছে বোর্ডের এই সিদ্ধান্তকে। তবে ক্লাস ইলেভেন ও টুয়েলভের ক্ষেত্রে কী হবে, তা এখনও জানানো হয়নি সিবিএসই-র তরফে। শুক্রবার সিবিএসই একটি সার্কুলার প্রকাশ করেছে, যাতে ৭৫টি পরীক্ষা সম্পর্কে নির্দেশিকা ও গাইডেন্স দেওয়া রয়েছে ধাপে ধাপে। তাতে লেখা পয়েছে, ‘সহজ, সাধারণ জিনিসপত্র দিয়ে কীভাবে ল্যাবের এক্সপেরিমেন্টগুলি ঘরে করা যেতে পারে, তা বলে দেওয়া হয়েছে। ফলে সেগুলি করা যাবে ঘরে। পড়ুয়াদের আর স্কুলে আসতে হবে না।’ এক্সপেরিমেন্টগুলি পড়ুয়ারা রেকর্ড করতে পারে, তার পরে তাদের পাওয়া তথ্য লিখে রাখতে পারে। তবে এই এক্সপেরিমেন্ট ঘরে করার সময়ে যাতে পড়ুয়াদের নিরাপত্তা কোনও ভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়টিও দেখতে হবে স্কুলগুলিকেই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments