More
    Homeখবরশিলিগুড়িতে পরিতক্ত বস্তায় আধার কার্ড, থেকে জীবন বীমার প্রয়োজনীয় কাগজ উদ্ধার ঘিরে...

    শিলিগুড়িতে পরিতক্ত বস্তায় আধার কার্ড, থেকে জীবন বীমার প্রয়োজনীয় কাগজ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

    Today Kolkata:-  শিলিগুড়িতে পরিতক্ত বস্তায় আধার কার্ড,থেকে জীবন বীমার প্রয়োজনীয় কাগজ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পোস্ট অফিস এবং পোস্টাল কর্মীর বিরুদ্ধে কর্তব্যে চূড়ান্ত গাফিলতির অভিযোগ স্থানীয়দের। অভিযোগের ভিত্তিতে পোস্টাল কর্মী মুকেশ প্রসাদকে আটক করে পুলিশ।

    ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের চার নম্বর ওয়ার্ডে। রবিবার শিলিগুড়ি পুরো নিগমের চার নম্বর ওয়ার্ডে মহানন্দা নন্দী পারে কাছে নথিপত্র বোঝাই একটি পরিত্যক্ত বস্তা ভেসে উঠতে দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা জানান ওই সময়তে এলাকার যুবকেরা নদীর পাড়ে খেলাধুলো করছিল। সে সময় একটি বস্তা নদীর পাড়ে ভেসে উঠতে দেখতে পান তারা। কৌতুহলবশত সামনে এগিয়ে যেতেই আসে বস্তা ভর্তি গুচ্ছের আধার কার্ড, ব্যাংক এবং জীবন বীমা সংক্রান্ত জরুরি নথিপত্র।

    এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নদীর পাড়ে তা দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। আর তাতেই চক্ষু চড়ক গাছ! ওই পরিত্যক্ত পস্তায় ভর্তি আধার কার্ড ও জরুরী নথিপত্র অধিকাংশই ওই এলাকার নিবাসীদেরই। রীতিমতো হইচই পড়ে যায়। এলাকাবাসীরা জানান দীর্ঘদিন ধরে পোস্ট অফিস এবং পোস্ট অফিসের কর্মীরা নানা টালবাহানা করে চলছেন। আধার কার্ড থেকে ব্যাংকের জরুরি নথি পত্র একাধিকবার পোস্ট অফিসে যোগাযোগ করেও মিলছে না।

    বিশেষ করে পোস্ট অফিসের কর্মী পিওনের কাজে নিযুক্ত মুকেশ প্রসাদ এলাকাবাসীদের জরুরি নথিপত্র বাড়িতে পৌঁছে দেওয়ার পরিবর্তে টালবাহানা করতো। স্থানীয়দের কাছে তাদের প্রয়োজনীয় নথিপত্র পৌঁছে দেওয়ার পরিবর্তে বিভিন্ন সময় অনৈতিকভাবে টাকা-পয়সাও চেয়েছেন তিনি। স্থানীয় মহিলা রমা হেলা বলেন- বিগত তিন মাস আগে আমার নাবালিকা নাতনির আধার কার্ড আসার কথা ছিল। একাধিকবার পোস্ট অফিসে যোগাযোগ করেও সেখান থেকে জানানো হয় কোন আধার কার্ড নাতনির নামে আসেনি। মুকেশ কে জিজ্ঞেস করলেও সদুত্তর মিলতো না।

    শিলিগুড়িতে পরিতক্ত বস্তায় আধার কার্ড,থেকে জীবন বীমার প্রয়োজনীয় কাগজ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

    লক্ষ্মী বেশে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন লক্ষী ভান্ডার এর উপভোক্তা মহিলারা।

    অথচ এদিন নদীর ধারে পরিত্যক্ত বস্তা থেকে সেই আধার কার্ড উদ্ধার হয়। ওই পরিত্যক্ত অবস্থায় নিজেদের জরুরী কাগজপত্র বাছাইয়ে ভিড় জমে যায় এলাকাবাসীদের। স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে পোস্ট অফিসের কর্মী মুকেশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে মুকেশকে আটক করে। পরিত্যক্ত বস্তায় থাকা আধার কার্ড সহ ব্যাংক ও জীবনবিমার জরুরি কাগজপত্র উদ্ধার করে খালপাড়া ফাঁড়ির পুলিশ। পরিতক্ত বস্তায়

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments