More
    Homeখবরশুক্রবার পর্যন্ত শীতকালীন অধিবেশন , সংসদে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে মরিয়া তৃণমূল...

    শুক্রবার পর্যন্ত শীতকালীন অধিবেশন , সংসদে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে মরিয়া তৃণমূল কংগ্রেস।

    Today Kolkata:- বড়দিন উপলক্ষে দু’দিন ছুটি দিয়ে সংসদের অধিবেশন চালাতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। কিন্তু বিরোধী দলের সম্মতি না পাওয়ায় সিদ্ধান্ত বদল করেছে কেন্দ্র। আগামী শুক্রবার (Friday) সংসদে শীতকালীন অধিবেশনের অন্তিম দিন। সপ্তাহের এই পাঁচদিন সংসদে কেন্দ্রীয় সরকারকে (Central Government) নাকানিচোবানি খাওয়াতে প্রস্তুত হচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হবে তৃণমূলের সাংসদরা (TMC MP) , খবর দলীয় সূত্রে।

    ঠিক কোন কোন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে চলেছে তৃণমূল (Trinamool Congress) ? জানা যাচ্ছে , চলতি সপ্তাহে রাজ্যের বকেয়া টাকা মেটানোর প্রতিবাদে সরব হতে পারেন তৃণমূল সংসদরা (Trinamool MP)। আবার শুধুই সংসদে সরব হওয়াই নয় , এই ব্যাপারে গান্ধী মূর্তির সামনে ধরনাও দিতে পারেন শাসকদলের সাংসদরা। সর্বোপরি নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi) ওপর চাপ সৃষ্টি করতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

    শুক্রবার পর্যন্ত শীতকালীন অধিবেশন , সংসদে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে মরিয়া তৃণমূল কংগ্রেস

    শুক্রবার পর্যন্ত শীতকালীন অধিবেশন , সংসদে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে মরিয়া তৃণমূল কংগ্রেস

    বরাবরই কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর (Chief Minister) গলায়। খোদ প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) কাছে ১০০ দিনের কাজের টাকা সহ বাংলার বকেয়া টাকা মেটানোর আবেদন – কোন কিছুই বাদ রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রসঙ্গে চিঠিও দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের (Central Government) এমন অনেক প্রকল্প রয়েছে , যার টাকা কেন্দ্র ঠিক মতো দিচ্ছে না রাজ্যকে , অভিযোগে বহুবার সরব হয়েছেন তিনি।

    শুক্রবার পর্যন্ত শীতকালীন অধিবেশন , সংসদে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে মরিয়া তৃণমূল কংগ্রেস।

    দিল্লি নিয়ে যেতে পারবে ইডি , গরুপাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ধাক্কা অনুব্রতর।

    প্রসঙ্গত ,গ্রামীণ উন্নয়নে ১০০ দিনের কাজের টাকা মেটানোর বিষয়ে একাধিকবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এ বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) সাথে সাক্ষাৎ করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumdar)। প্রথম পর্যায়ে গ্রামীণ সড়ক ও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তিতে সামান্য হলেও মিলেছে টাকা , তাতে সন্তুষ্ট নন কেউ।

    একদিকে যখন সংসদে নরেন্দ্র মোদি সরকারকে (Narendra Modi) বিভিন্ন ইস্যুতে চেপে ধরার পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) তখনই পাল্টা কৌশল নিয়েছে বিজেপি (BJP)। পশ্চিমবঙ্গের গ্রামীণ উন্নয়নে হওয়া দুর্নীতি নিয়ে গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে করার পরিকল্পনা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

    আবার রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপি সংসদের সাথে বৈঠক করেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। তাই একদিকে রাজ্যের গ্রামীণ উন্নয়নে হওয়া দুর্নীতির অভিযোগ এবং অপরদিকে ১০০ দিনের টাকা সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে (Central Government) সংসদে চেপে ধরার পরিকল্পনা – কৌশল পাল্টা কৌশলে তোলপাড় হতে চলেছে সংসদীয় রাজনীতি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments