More
    Homeরাজনৈতিকশুভেন্দু বাড়ির মহিলাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা তৃণমূলের! জল্পনা।

    শুভেন্দু বাড়ির মহিলাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা তৃণমূলের! জল্পনা।

    Today Kolkata:- শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের মহিলাদের সঙ্গে দেখা করবে তৃণমূল। এরজন্য আগাম সময় চাওয়া হবে। তবে চার জনের বেশি তৃণমূল কংগ্রেস কর্মী যাবেন না। জানা গিয়েছে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।

    সূত্র মারফত জানা গিয়েছে, কর্মীরা দলীয় পতাকা নিয়ে নয়, বরং মমতার ছবি দেওয়া লিফলেট নিয়ে যাবেন। মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কী কাজ করেছে, মূলত শান্তিকুঞ্জের মহিলাদের তা জানাতেই সেখানে যাবেন তৃণমূল কর্মীরা। তবে, শুভেন্দুর বাড়ির মহিলারা যদি দেখা না করেন, সেক্ষেত্রে লিফলেট রেখে আসবেন তাঁরা। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে।

    আসলে রাজনীতির ময়দানে বাড়ির অন্য সদস্যদের সঙ্গে দলের সম্পর্ক যাই হোক না কেন, বাড়ির মহিলাদের সঙ্গে জনসংযোগে জোর দিতে চায় রাজ্যে শাসকদল। সেই কারণেই বিরোধীপক্ষের বাড়ির মহিলাদের কাছে যাওয়ার এই পদক্ষেপ তৃণমূলের।
    এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরে দলের পুরোনো নেতাকর্মীদের বাড়িতে যাওয়ার জন্যও দলের তরফে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

    এদিকে এ বিষয়ে কূটনৈতিক মহলের একাংশের মতে, ২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূলের অন্যতম টার্গেট ছিল মহিলা ভোট। সেই সূত্রে বাড়ির মহিলা সদস্যদের সঙ্গে দেখা করার আগে লিফলেট বানিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

    শুভেন্দু বাড়ির মহিলাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা তৃণমূলের! জল্পনা।

    রাজ্যের কোষাগারে স্বস্তি , ‘জিএসটি ক্ষতিপূরণ’ বাবদ ৮১৪ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্রীয় সরকার।

    MORE NEWS – প্রয়াত অভিনেতা বিক্রম গোখলে , পুণের হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৭৭ বছরের অভিনেতা।

    প্রয়াত অভিনেতা বিক্রম গোখলে। শনিবার পুণের হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৭৭ বছরের অভিনেতা। শোনা যায়, পুণের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে ভরতি হওয়ার পরপরই বিক্রম গোখলেকে ভেন্টিলেশনে দেওয়া হয়। মাঝে অভিনেতার মৃত্যুর গুজব ছড়ায়। তা দেখেই আবার অজয় দেবগন , রীতেশ দেশমুখের মতো তারকা শোকপ্রকাশ করেন। কিন্তু পরে হাসপাতাল ও অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয় বিক্রম গোখলে বেঁচে রয়েছেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।শুধু বলিউডে নয়, মারাঠি ছবি ও নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন বিক্রম গোখলে। প্রায় চার দশকের অভিনয় জীবন তাঁর। ‘হাম দিল দে চুকে সনম’, ‘খুদা গওয়া’, ‘ভুল ভুলাইয়া’, ‘মিশন মঙ্গল’ ‘অগ্নিপথ’ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments