More
    Homeখবরশুরু হলো সবং প্রিমিয়ার লিগের ফুটবল খেলা।

    শুরু হলো সবং প্রিমিয়ার লিগের ফুটবল খেলা।

    Today Kolkata:- শনিবার সবং এর চাঁদকুড়ি স্কুল মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ তেওয়ারি। উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, বিধায়ক অজিত মাইতি, খড়্গপুরের মহকুমা শাসক আজমল হোসেন, উদ্যোক্তা আবু কালাম বক্স সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। তিনদিন ধরে পাশাপাশি দুটি মাঠে এই খেলা চলবে। সবং পঞ্চায়েত সমিতি , বিডিও , সবং থানা , শিক্ষা দপ্তরের সবং চক্র এতে টিম দিয়েছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মনোজ তেওয়ারি জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব সময় খেলা ধুলোকে গুরুত্ব দিয়েছেন। গত দুবছর ধরে করোনার কারণে খেলা বন্ধ ছিল। পুনরায় চালু হয়েছে। এত বড় লীগ আয়োজন করার জন্য তিনি মন্ত্রী মানস ভুঁইয়াকে ধন্যবাদ জানান।শুরু হলো সবং ,শুরু হলো সবং

    শুরু হলো সবং প্রিমিয়ার লিগের ফুটবল খেলা।

    MORE NEWS – মোবাইল চুরি করার প্রতিবাদ করায় ভাসুরের হাতে আক্রান্ত হলেন এক গৃহবধূ।

    মালদা :- মোবাইল চুরি করার প্রতিবাদ করায় ভাসুরের হাতে আক্রান্ত হলেন এক গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুকুরিয়া থানার গোবিন্দপুর এলাকায়। আক্রান্ত গৃহবধূ জরিনা বিবি বয়স (৩০) বছর চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা হলেন সাদিকুল ইসলাম ও মার্জিনা বিবি। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আক্রান্ত গৃহবধূর স্বামী জামিরুল ইসলাম পেশায় একজন ভিন রাজ্যের শ্রমিক। বর্তমানে কাজের তাগিদে ভিন রাজ্যে রয়েছে। গতকাল রাতে আক্রান্ত গৃহবধূর মোবাইল চুরি হয়ে যায়। তারি প্রতিবাদ করেছিলেন। সে সময় তার ভাসুর তাকে বেধড়ক মারধর করে। মার ধরে তার মাথা ফেটে যায়। তড়িঘড়ি উদ্ধার করে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। CONTINUE READING

    MORE NEWS – “যুদ্ধ নয়, শান্তি চাই” এই বার্তা নিয়ে এক বিশাল শান্তি মিছিল শুরু হয় হাওড়ার।

    Today Kolkata:- বিশিষ্ট গান্ধীবাদী, মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত সর্বভারতীয় হরিজন সেবক সংঘের সভাপতি অধ্যাপক ডঃ শঙ্কর কুমার সান্যাল-এর আহ্বানে ৬ মার্চ, রবিবার সকাল ১০টায় “যুদ্ধ নয়, শান্তি চাই” এই বার্তা নিয়ে এক বিশাল শান্তি মিছিল শুরু হয় হাওড়ার ঘুশুড়ি ভ্রাতৃ সংঘের প্রাঙ্গন থেকে। অধ্যাপক ডঃ সান্যাল বলেন গত ক’দিন ধরে যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মানবতা বিপন্ন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments