More
    Homeখবরহোলির মধ্যেই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার জেঠু।

    হোলির মধ্যেই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার জেঠু।

    Today Kolkata :- সবাই যখন ব্যস্ত বসন্ত উৎসবের আনন্দ উপভোগ করতে, ঠিক সেই সময়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তার জেঠুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা সবং ব্লকের বলরামপুর গ্রামে। আর এই নক্কারজনক ঘটনার পরে হবে ফেটে পড়েছে গ্রামের বাসিন্দারা। অভিযুক্ত জেঠুর যথাযোগ্য শাস্তির দাবি জানিয়েছেন তারা।
    পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় গ্রামের পাশের মন্দিরে যখন পুজো চলছে সেখানে সকলেই আনন্দে উৎসব মুখর দিন পালন করেছে ঠিক সেই সময়ে, মাত্র ছয় বছর বয়সী নাবালিকা কন্যাকে নিগ্রহ করে। এমন ঘটনায় কার্যত সবাই হতচকিত হয়ে গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম অনুপ মল্লিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে সময় সকালে মন্দিরে আনন্দ উৎসবে বাস্তবিক সেই সময় ফাঁকা বাড়িতে তাকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। কিছুক্ষণ পর ওই মেয়েটির মা যখন খোঁজাখুঁজি করে পাড়ার কয়েকটি মেয়ের কাছে জানতে পারি তার জেঠুর সঙ্গে তার বাড়িতে গেছে।
    জেঠুর বাড়িতে গেলে মা চমকে ওঠে তার মেয়েকে নিয়ে যে কেউ যখন রুমের মধ্যে আপত্তিকর অবস্থায় দেখে। মেয়েটির মা চিৎকার করে উঠলে পাড়ার লোকজন গিয়ে পৌঁছায়। তারপর এই যে ঢুকি হাতেনাতে ধরে ফেলে তারা। থানায় ফোন করে জানালে পুলিশ এতে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার পর থেকেই যথেষ্ট এলাকায় রয়েছে গ্রামবাসীরা। যথাযথ শাস্তির দাবি জানিয়েছে তারা।হোলির মধ্যেই,হোলির মধ্যেই

    হোলির মধ্যেই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার জেঠু।

    MORE NEWS – ‘ সুস্থ মন ও সুস্থ সমাজ’ এই স্লোগানকে হাতিয়ার করে মানসিক রোগ নিয়ে সচেতনতা মূলক প্রচার অনুষ্ঠিত হলো।

    মালদাঃ- ‘ সুস্থ মন ও সুস্থ সমাজ’ এই স্লোগানকে হাতিয়ার করে মানসিক রোগ নিয়ে সচেতনতা মূলক প্রচার অনুষ্ঠিত হলো। সোমবার আইহো এলাকায় বক্তব্যের মাধ্যমে এবং পুতুল ও মুখোশ শিল্পীদের অভিনয়ে পথ নাটিকার মাধ্যমে এই সচেতনতা মূলক প্রচার চালানো হয়। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং মালদা জেলা সিএমওএইচ এর সহযোগিতায় এই সচেতনতা মূলক প্রচার বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন প্রচারক দিলীপ দাস সহ প্রচার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত পথনাটিকা শিল্পীবৃন্দ। এদিন মূলত মানসিক রোগের বিভিন্ন উপসর্গ ও তার প্রতিবিধান নিয়ে সচেতনতা মূলক প্রচার তুলে ধরা হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments