More
    Homeখবরশ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির (ইস্কন ভক্ত বৃন্দের দারা পরিচালিত) দক্ষিণ ঝাপরদাহ, ডোমজুর,...

    শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির (ইস্কন ভক্ত বৃন্দের দারা পরিচালিত) দক্ষিণ ঝাপরদাহ, ডোমজুর, হাওড়াতে এখন সাজো সাজো রব।

    Today Kolkata:- শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির (ইস্কন ভক্ত বৃন্দের দারা পরিচালিত) দক্ষিণ ঝাপরদাহ, ডোমজুর, হাওড়াতে এখন সাজো সাজো রব। গত দুদিন ধরে চলছে সেখানে রাধা- কৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর পুজো। গৌড় পূর্ণিমা উপলক্ষে দুদিন ধরে এই উৎসব পালিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। সারাদিন ধরে চলে এই অনুষ্ঠান কর্মসূচি। প্রচুর ভক্ত সমাগম হয় এই দুদিন এখানে। এই ইস্কন মন্দিরের মহারাজ কৃষ্ণচন্দ্র দাস জানান, গৌর পূর্ণিমার দুদিন ধরে এখানে অনুষ্ঠান হয়। প্রচুর ভক্ত সমাগম হয়। প্রচুর ভক্তদের ভোগ বিতরণ করা হয়। এখানে ইস্কন মন্দিরের মাথায়  পুরীর জগন্নাথ মন্দিরের মত  চূরা করা হবে। যাতে এখানে ভক্তরা এলে তাঁরা ভাববেন পুরীতে এসেছি।  তিনি বলেন , সবই ঠিক আছে। কিন্তু এই মন্দিরে ঢোকার রাস্তাটি খুব খারাপ।  সবাইকে গাড়ি করে আসতে সমস্যা হচ্ছে।  তাই আমাদের দাবি সরকার যদি এই রাস্তাটি নতুন করে করে দেয় বলে জানান মহারাজ।

    শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির (ইস্কন ভক্ত বৃন্দের দারা পরিচালিত) দক্ষিণ ঝাপরদাহ, ডোমজুর, হাওড়াতে এখন সাজো সাজো রব।

    MORE NEWS – বসন্ত উৎসবে মাতোয়ারা গোটা শান্তিপুরবাসী, মহোৎসবে পরিণত হলো শান্তিপুর বাগআঁচড়ার বলাকার দোল উৎসব।

    নদীয়া:- বসন্ত উৎসব মানেই বাঙালির আবেগ। আজ শান্তিপুরের তৃতীয় দিনের দোল উৎসব। এই দোল উৎসব কে কেন্দ্র করে শান্তিপুর বাগাছরা অঞ্চলে বলাকা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব। বসন্ত উৎসবে শান্তিপুরের বাইরে থেকেও প্রচুর মানুষ অংশগ্রহণ করে এই উৎসবে। গত দু’বছর বন্ধ ছিল এই বসন্ত উৎসব, কারণ করোনার চোখ রাঙানি। সবকিছু শিথিল হতেই এবছর আবারো অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। সকাল থেকে গোটা বাগাছরা অঞ্চলের পাশাপাশি শান্তিপুরের বাইরে থেকেও প্রচুর মানুষ এসেছে এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করার জন্য। বিভিন্ন নৃত্য অনুষ্ঠানে কচিকাঁচারা বিভিন্ন নিত্যের মধ্য দিয়ে মেতে উঠল বসন্ত উৎসবে। সকাল থেকেই বিভিন্ন আবিরের রঙে সেজে উঠেছে এছাড়াও লাল নীল সবুজ আবিরের রঙের ছোঁয়ায় রাঙিয়ে দিতে দেখা গেল জাতি ভেদাভেদ ভুলে। CONTINUE READING

    সুপ্রিম কোর্টের নির্দেশের দু-সপ্তাহের মধ্যেই থানায় আত্মসমর্পণ করলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির নারী-শিশু ও ত্রাণ কর্মাদক্ষ রোশনারা খাতুন, কটাক্ষের সুর বিরোধীদের গলায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments