More
    HomeUncategorizedসংসদ চত্বরে ধর্না ‘ইন্ডিয়া’র! প্রধানমন্ত্রী মুখ খুলুন, এক যোগে দাবি তৃণমূল-কংগ্রেস-ডিএমকের

    সংসদ চত্বরে ধর্না ‘ইন্ডিয়া’র! প্রধানমন্ত্রী মুখ খুলুন, এক যোগে দাবি তৃণমূল-কংগ্রেস-ডিএমকের

    সরগরম হয়ে উঠল সংসদ চত্বর বাদল অধিবেশনের তৃতীয় দিনে বিরোধী ইন্ডিয়া সাংসদ এবং বিজেপি সাংসদের বিক্ষোপে। পূর্বের ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী বিবৃতি চেয়ে সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় বসে বিরোধীরা। তার ফলে রাজ্যসভা ও লোকসভা শুরু হওয়ার আগে স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ চত্বর।

    সম্প্রতি ২৬ টি বিরোধী দল একত্রিত হয়েছে বিরোধিতা মঞ্চে। সেই জন্যই সেই ধরনায় দেখতে পাওয়া যায় পোস্টারের লেখা রয়েছে ইন্ডিয়া সুবিচার চায়। রাজ্যে একে অপরের বিরোধীদল হলেও ধরনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের সম্পাদক অধীর রঞ্জন চৌধুরীকে একসঙ্গে দেখা যায়। মোদি সরকারের সমালোচনা করে অভিষেক বলে মণিপুরে কেন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে?

    খুবই সরবরাহ হয়ে ওঠে এই ধরনার জেরে পারিপার্শ্বিক অবস্থা। বিরোধী পক্ষ থেকে একটাই দাবি করা হচ্ছে তারা সংসদে আসুক এবং বসে আলোচনা মূল কোন বৈঠক করা হোক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments