More
    Homeঅনান্যসমাজে বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতে আজ লোধাসুলিতে অনুষ্ঠিত হলো "রান-সাফারি"।

    সমাজে বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতে আজ লোধাসুলিতে অনুষ্ঠিত হলো “রান-সাফারি”।

    Today Kolkata:- সমাজে বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতে আজ লোধাসুলিতে অনুষ্ঠিত হলো “রান-সাফারি” নামের অর্ধ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। লোধাশুলি তে রাজ্য বন দফতরের অধীনস্থ, ‘প্রকৃতি পর্যটন কেন্দ্র’ থেকে এই অর্ধ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আজ সকালে শুরু হয়। ২১কিমি, ১০কিমি এবং ৫ কিমি এই তিনটি বিভাগের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কেবলমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নয় পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা, ঝাড়খন্ড, ছত্রিশগড় থেকেও প্রতিযোগীরা অর্ধ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে উপস্থিত হয়। প্রায় ১০০ জন দৌড়বীর এই ম্যারাথনে অংশগ্রহণ করে। আয়োজক সংস্থা “স্পোটিভ” এর কর্ণধার উত্তম ধর জানান, প্রধানত জঙ্গলমহলের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরা এবং বন ও বন্যপ্রাণ সংরক্ষণ করার বার্তা দিতেই তাঁদের এই আয়োজন।

    সমাজে বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতে আজ লোধাসুলিতে অনুষ্ঠিত হলো “রান-সাফারি”।

    MORE NEWS – বেহালা মুরাদপুর আমরা কজন ক্লাবের খুঁটি পুজোয় এবার অভিনব উদ্যোগ।

    উত্তর ২৪ পরগনার গোপালনগরে কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন.. এখন যেমন রাস্তার ধারে সব জায়গায় সবজি পাবেন সেইরকম আগ্নেয়াস্ত্র পশ্চিমবাংলার সব জায়গায় পাবেন তাই আপনার, টাকা দিন লোক আছে পৌঁছে দিয়ে যাবে তারপর যা ইচ্ছা করুন যে সে মেরে দিচ্ছে যাকে তাকে যেখানে সেখানে গলি চলছে আজকে যখন তৃণমূলের লোকেরা মারা যাচ্ছে তখন চিৎকার করছে যখন বিজেপির লোকেরা মারা যাচ্ছিল কোন সমস্যা ছিল না সাধারণ মানুষ মারা যাচ্ছিল কোন সমস্যা ছিল না আজকে নিজেরা মারামারি করে তৃণমূলের নেতাকর্মীরা মরছে, CONTINUE READING

    MORE NEWS – মাইনুল সেখের উদ্যোগে লক্ষ্মীপুর সমাজের কবরস্থানের সংরক্ষণের ঘর ও নবনির্মিত ওজুখানার শুভ উদ্বোধন করা হল।

    ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখের উদ্যোগে লক্ষ্মীপুর সমাজের কবরস্থানের সংরক্ষণের ঘর ও নবনির্মিত ওজুখানার শুভ উদ্বোধন করা হল। এদিন বিকালে লক্ষ্মীপুর এলাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি,বিধায়িকি সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং, স্বপন মিশ্র, ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ,পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল শেখ,কাজী গ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী,তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments