More
    Homeঅনান্যBhagabantapur গত বছর বন্যায় ভেঙে গিয়েছিল গ্রাম পঞ্চায়েতের তৈরি করা কাঠের সেতু।

    Bhagabantapur গত বছর বন্যায় ভেঙে গিয়েছিল গ্রাম পঞ্চায়েতের তৈরি করা কাঠের সেতু।

    Today Kolkata:- গত বছর বন্যায় ভেঙে গিয়েছিল গ্রাম পঞ্চায়েতের তৈরি করা কাঠের সেতু, কিন্তু বছর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত ভাঙা সেতু সারানো হয়নি বলে অভিযোগ এলাকা বাসিদের, সেতু সারানো না হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পথ চলতি মানুষ থেকে শুরু করে এলাকা বাসীদের, এমনই ঘটনা চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগবন্তপুর (Bhagabantapur) এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায়। জানা যায় গত বছর বন্যার সময় ভেঙে যায় কৃষ্ণপুর এলাকার পঞ্চায়েতের তৈরি শিলাবতী নদীর উপর থাকা কাঠের সেতুটি, সেতু ভেঙে যাওয়াই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ৫০ থেকে ৬০ টি গ্রামের মানুষদের এমনই অভিযোগ স্থানীয়দের।

    Bhagabantapur গত বছর বন্যায় ভেঙে গিয়েছিল গ্রাম পঞ্চায়েতের তৈরি করা কাঠের সেতু।

    সমাজে বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতে আজ লোধাসুলিতে অনুষ্ঠিত হলো “রান-সাফারি”।

    Sodpur shatadal pally রেললাইনের পাশে জঙ্গল থেকে যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।

    নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

    MORE NEWS – মাইনুল সেখের উদ্যোগে লক্ষ্মীপুর সমাজের কবরস্থানের সংরক্ষণের ঘর ও নবনির্মিত ওজুখানার শুভ উদ্বোধন করা হল

    ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখের উদ্যোগে লক্ষ্মীপুর সমাজের কবরস্থানের সংরক্ষণের ঘর ও নবনির্মিত ওজুখানার শুভ উদ্বোধন করা হল। এদিন বিকালে লক্ষ্মীপুর এলাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি,বিধায়িকি সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং, স্বপন মিশ্র, ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ,পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল শেখ,কাজী গ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী,তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। CONTINUE READING

    MORE NEWS – বেহালা মুরাদপুর আমরা কজন ক্লাবের খুঁটি পুজোয় এবার অভিনব উদ্যোগ।

    বেহালা মুরাদপুর(Behala Muradpur) আমরা কজন ক্লাবের খুঁটি পুজোয় এবার অভিনব উদ্যোগ। প্লাস্টিক বর্জন যাতে মানুষ করে অর্থাৎ ৭৫ মাইক্রোনের উপরে প্লাস্টিক প্যাকেট যাতে ব্যবহার করে ক্রেতা এবং ব্যবসায়ী তার জন্য এক অভিনব উদ্যোগ পূজা কমিটি মহিলা দ্বারা পরিচালিত এই পূজা কমিটির। আজ উল্টো রথের দিন তাদের প্রথমবার দুর্গাপুজোর খুঁটি পূজো অনুষ্ঠিত করলেন এবং সেখানে এলাকার বাজারে যেসব ব্যবসায়ীরা, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments