More
    Homeজাতীয়সামনেই নির্বাচন! উত্তরাখন্ডের জন্য নববর্ষের উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    সামনেই নির্বাচন! উত্তরাখন্ডের জন্য নববর্ষের উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    সামনেই নির্বাচন। নতুন বছরও আসছে। আর উত্তরাখন্ডের জন্য নববর্ষের উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি ১৭ হাজার ৫০০ কোটি টাকার ২৩টি প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন। এমনকী এই প্রকল্পগুলির মধ্য়ে অন্যতম এইমসের শাখা তৈরি হবে উধম সিং নগরে। তারও শিলান্যাস হয়েছে এদিন। পাশাপাশি হালদোয়ানিতে একটি জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, সার্বিকভাবে পরিকাঠামোর উন্নয়নের জন্য ২ হাজার কোটি টাকার স্কিম করা হয়েছে। তার মধ্যে জলপ্রকল্প, রাস্তা, নিকাশি, পার্কিং, পথবাতি সহ নানা উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হচ্ছে।

    সামনেই নির্বাচন! উত্তরাখন্ডের জন্য নববর্ষের উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    Read More-হাওড়ার বিলে রাজ্যপালের সই ‘বিভ্রান্তি’! আদালতে ভুল স্বীকার অ্যাডভোকেট জেনারেলের

    আগামী দশবছরের জন্য উত্তরাখন্ডের উন্নয়নের রোড ম্যাপ তুলে ধরেন তিনি। এদিন যে প্রকল্পগুলির শিলান্যাস করা হয়েছে তার মধ্যে অন্য়তম লাখোয়ার মাল্টিপারপাস প্রজেক্ট। প্রায় ৫, ৭৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই প্রকল্প। সেই ১৯৭৬ সাল থেকে এই প্রকল্প নানা কারণে শুরু করা যায়নি। তবে এতদিনে তা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে সেচ ব্যবস্থা পরিচালিত হবে। পাশাপাশি হাইড্রো পাওয়ারের মাধ্যমে উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ ও রাজস্থানে পানীয় জলের পরিষেবার উন্নতিতে এই প্রকল্প সহায়ক হবে। একাধিক রাস্তা তৈরির শিলান্যাসও এদিন হয়েছে। গাড়োয়াল, কুমায়ুন এবং উত্তরাখন্ড ও নেপালের মধ্য়ে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও এই প্রকল্প কার্যকরী হবে।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments